কম খরচে পিকনিক? কলকাতার কাছেই আছে ছয়টি চমৎকার পিকনিক স্পট

কম খরচে পিকনিক? কলকাতার কাছেই আছে ছয়টি চমৎকার পিকনিক স্পট

একঘেয়েমি জীবন থেকে সবাই চায় একটু ছুটি নিতে। পিকনিক হোক বা ভ্রমণ, একদিনের হোক কিংবা ১০ দিনের, বাঙালি সব সময়ই চায় অজানা জায়গায় বা চেনা জায়গায় ঘুরে বেড়াতে। ভ্রমণপিপাসু বাঙালির কাছে শীতকাল মানে পিকনিকের মরসুম। রান্নাবান্না করে টিফিন বক্সে নিয়ে গিয়ে হোক কিংবা পিকনিক স্পটে গিয়ে কোমরে গামছা বেঁধে রান্না করেই হোক, বাঙালি সবেতেই রাজি।

বাঙালি বেশিদিন এক জায়গায় বদ্ধ হয়ে থাকতে পারে না, তাও যদি হয় শীতকাল তবে তো কথাই নেই। একদিনের জন্য মন খুলে নিশ্বাস নিতে ঘুরে আসতে পারেন কলকাতার কাছাকাছি এই ছয়টি পিকনিক স্পটে।

Kolkata Science City - Great for one day trip / picnic
পিকনিক

গোলপাতার জঙ্গল (Golpata Jungle)

শীতকালে সুন্দরবন ভ্রমণ একটি অতি উত্তম প্রস্তাব। তবে যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চান, তাহলে চলে যেতে পারেন গোলপাতার জঙ্গলে। কথা দিতে পারি একেবারে সুন্দরবনের আমেজই আপনি পাবেন। প্রথমে শিয়ালদহ থেকে ট্রেনে করে পৌঁছে যাবেন টাকি রোড স্টেশন। সেখান থেকে আপনি অটো কিংবা রিক্সা করে পৌঁছে যেতে পারেন এই গোল পাতার জঙ্গলে।

চন্দ্রকেতুগড় (Chandraketugarh)

চন্দ্রকেতুগড় একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। ২৫০০ বছর আগে চন্দ্রকেতু সাম্রাজ্যের কিছু ধ্বংসাবশেষ এখনো রয়েছে। চেষ্টা করা হয়েছে সেটুকু সংরক্ষণ করে রাখার। পর্যটকদের কাছে অল্প সময়ে ভ্রমণের জন্য চন্দ্রকেতুকর একটি আদর্শ স্থান। বারাসাত থেকে দেগঙ্গা পৌঁছে গেল আপনি খুব সহজেই চন্দ্রকেতুগড় এর হদিশ পেয়ে যাবেন।

আছিপুর (Achhipur)

আপনি কি চাইনিজ নিয়ম-কানুন রীতিনীতি ও খাবারদাবারের প্রতি আগ্রহী? তাহলে ঘুরে আসতে পারেন আছিপুর নামক জায়গাটিতে। এটি একটি বিশাল বড় কলোনি। এর ভেতরে আছে নানা রকমের মন্দির। তাই একদিনের ভ্রমণের জন্য আছিপুর যথেষ্টই সুন্দর একটি স্থান। বজবজ থেকে অটো ধরে আপনি পৌঁছে যেতে পারেন আছিপুর এ।

কলকাতা সর্প উদ্যান (Calcutta Snake Park) – একটি জনপ্রিয় পিকনিক স্পট

কলকাতার কাছাকাছি একদিনের ঘোরার জন্য কলকাতা সর্প উদ্যান খুব ভাল একটি জায়গা।নামটি শুনলেই নানারকম সাপের কথা মাথায় চলে আসে। তবে গিয়ে দেখবেন এখানে বহু রকম সরীসৃপ প্রাণী রয়েছে। কোবরা থেকে শুরু করে পাইথন, কুমির কিংবা গোসাপ সবই আপনি একই স্থানে দেখতে পাবেন। শিয়ালদা থেকে ট্রেনে করে প্রথমে মধ্যমগ্রাম তারপরে সেখান থেকে অটো করেই আপনি পৌঁছে যেতে পারবেন এই উদ্যানটিতে।

পিয়ালী আইল্যান্ড (Piyali Island)

পিয়ালী ও মাতলা নদীর মাঝ বরাবর এই দ্বীপটি এখন পর্যটকদের কাছে একটি প্রিয় স্থান। শীতকালে এই দ্বীপের প্রধান আকর্ষণ হল পরিযায়ী পাখিরা। নানা রকম পাখিদের আগমন এই স্থানটিকে আরো মনোরম করে তোলে। বহু পর্যটকদেরই আনাগোনা দেখা যায় এখন পিয়ালী আইল্যান্ডে। যদি আপনার মন চায় এখানে পৌঁছানোর তাহলে প্রথমে আপনাকে ক্যানিংয়ে যেতে হবে এবং সেখান থেকে হিরোডাঙ্গা হয়ে আপনি পৌঁছে যেতে পারেন এই আইল্যান্ড টিতে।

চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি (Chintamanikar Bird Sanctuary)

যদি আপনি পক্ষীপ্রেমী হন তাহলে এই স্থানটি আপনার পক্ষে একটি আদর্শ ঘুরতে যাবার স্থান। নানা রকমের দেশ বিদেশের পাখি আপনি দেখতে পাবেন এই চিন্তামনিকর বার্ড স্যাংচুয়ারীতে। এখানে যেতে গেলে আপনাকে দক্ষিণ ২৪ পরগনার রামকৃষ্ণ মিশনের কাছে রথতলা বাস স্টপ থেকে হাঁটা পথে ১৫০ মিটার দূরত্ব অবধি আসতে হবে। সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই স্যাংচুয়ারিটি খোলা থাকে পর্যটকদের জন্য। প্রবেশ মূল্য শুধুমাত্র ১২০ টাকা।

তাহলে অল্প খরচায় অল্প সময়ে আপনারা চাইলে ঘুরেই আসতে পারেন কলকাতার কাছাকাছি এই আকর্ষণীয় স্থানগুলিতে। একঘেয়েমি জীবন থেকে একদিনের জন্য একটু বিশ্রাম নিতে পরিবারের সাথে চলে যেতে পারেন এই পিকনিক স্পটগুলোতে।

এরকম বিস্তারিত আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন Bengali News 365

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *