যোগ্য চাকরি প্রার্থীদের জন্য আছে সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) অন্তর্গত স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্ভুক্ত অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment) করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের প্রার্থীরা, এমনকি পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন করার পদ্ধতি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
সূচিপত্র (Table of Contents)

মোট শুন্যপদের সংখ্যা
মোট শূন্য পদ রয়েছে ৬১৬ টি। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ রয়েছে ১২ টি।
শূন্য পদের নাম
Technical and Tradesmen
কোন কোন পদে অসম রাইফেলস ট্রেডসম্যান কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment) করা হবে?
Clerk, Religious Teacher, Electrician, Fitter, Plumber, Female Safai, Cook
আবেদনের শেষ তারিখ
যোগ্যপ্রার্থীদের আবেদন করতে হবে ১৯ শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করার পদ্ধতি
অসম রাইফেলস ট্রেডসম্যান পদে নিয়োগের (Assam Rifles Recruitment) জন্যে যোগ্য আবেদনপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন জানাতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় যোগ্য প্রার্থীর নাম, বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
আবেদন করুন অসম রাইফেলস-এর অফিসিয়াল ওয়েবসাইটে -> www.assamrifles.gov.in/onlineapp/
এই সংক্রান্ত আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজগুলোতে।