Astrology – BN365 Copy https://bn365.techiteasy.in Tue, 19 Sep 2023 22:25:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://bn365.techiteasy.in/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Astrology – BN365 Copy https://bn365.techiteasy.in 32 32 242097359 বুধের মহাদশায় কি ঘটতে চলেছে? শুনলে চমকে যাবেন আপনিও! https://bn365.techiteasy.in/budh-mahadasha-will-cause-this-amazing-event/ https://bn365.techiteasy.in/budh-mahadasha-will-cause-this-amazing-event/?noamp=mobile#respond Tue, 19 Sep 2023 22:24:10 +0000 https://bn365.techiteasy.in/?p=4619 জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহেরই একটি নির্দিষ্ট সময় পর পর স্থানান্তর ঘটে এবং সেই প্রভাব দেশ, অর্থনীতি, রাজনীতি এবং সমাজ জীবনের ওপর এসে পড়ে। এইরকমই একটি প্রভাবশালী গ্রহ হল বুধ। এই গ্রহটি মাসের ৩০ দিনের মধ্যে ২৫ দিনই এক রাশি থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, অর্থ, যোগাযোগ ক্ষমতা ও চিন্তাভাবনা ইত্যাদির জন্য শক্তিশালী গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়।

বুধ সূর্যের সবথেকে নিকটে অবস্থান করায় একে ‘সৌরমন্ডলের যুবরাজ’ও বলা হয়ে থাকে। এমতাবস্থায় বুধ যদি কোনো জাতকের রাশিফলে শুভ স্থানে অবস্থান করে তাহলে সেই জাতকের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এমনকি প্রচুর অর্থ লাভ করবেন। সেই ব্যক্তি যেকোনো কাজ যুক্তি দিয়ে সবাইকে বোঝাতে পারবেন এবং কাজে উন্নতি লাভ করবেন।

বুধের মহাদশার স্থায়ীকাল

জ্যোতিষশাস্ত্র মতে, বুধের মহাদশা স্থায়ীকাল ১৭ বছর পর্যন্ত থাকতে পারে। এই মহাদশাকে খুব শুভ বলে মনে করা হয়। এই মহাদশার শুভ প্রভাবে সেই জাতকের চিন্তাশক্তি, বুদ্ধিসত্ত্বা , সৃজনশীলতা, ব্যাবসা ইত্যাদির উন্নতি ঘটে। তাই এই মহাদশার জাতকদের ১৭ বছর আনন্দের সাথে কাটে।

বুধের মহাদশায় ঠিক কি ঘটতে চলেছে?
বুধের মহাদশায় ঠিক কি ঘটতে চলেছে?

বুধের দুর্বলতার প্রভাব

সব কিছুরই যেমন ইতিবাচক দিক রয়েছে সেরম নেতিবাচক দিকও রয়েছে। এই গ্ৰহের ক্ষেত্রেও তাই হবে। এই গ্ৰহের দুর্বলতার প্রভাব জাতকের ওপর গিয়ে পড়ে। এর ফলে জাতকের বুদ্ধি লোপ পায়। জীবনে কোনো উন্নতি করতে পারে না।যার ফলে সেই জাতক মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক সবদিক থেকে সর্বশান্ত হয়ে যায়।

আরও পড়ুন -> Surya & Shani Dev: সূর্য ও শনির অশুভ প্রভাব কাটিয়ে সৌভাগ্যের পথে ৪ রাশি

বুধের মহাদশাকালীন সঠিক ব্যবস্থাপনা

বৈদিক জ্যোতিষ শাস্ত্রমতে যদি কোন ব্যক্তির রাশিফলে বুধের মহাদশা দুর্বল হয়ে পড়ে তাহলে তাঁর বিভিন্ন ঝামেলা এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ফলে সেই ব্যক্তি সব দিক থেকে ভেঙে পড়ে। এমতাবস্থায় যদি বুধ সংক্রান্ত প্রতিকার গ্রহণ করা যায় তাহলে সেই ব্যক্তি এই ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য করনীয় হলো প্রতি বুধবার কোন গাভীকে দিনে চারবার খাওয়ালে উপকার পাওয়া যেতে পারে।

বাড়িতে একটি মানি প্ল্যান্ট গাছ লাগানো যেতে পারে। মুগ ডাল দান করুন। রোজ সপ্তসতী পাঠ করুন। বোন ও মেয়েকে উপহার দিন। এছাড়া আপনার নিজস্ব জ্যোতিষীকে আপনার রাশিফল দেখান এবং তার পরামর্শ অনুযায়ী রত্ন পরিধান করুন। এই কাজগুলো করলে আপনি উপকৃত হতে পারেন।

বিঃদ্রঃ এখানে প্রাপ্ত তথ্য গুলো জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে আপনাকে সাময়িকভাবে উপকৃত করার জন্য দেওয়া হয়েছে। তাই আমাদের অনুমানের ওপর ভিত্তি না করে আপনি আপনার নিজস্ব জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিন এবং সেই পরামর্শ অনুযায়ী পথ অনুসরণ করুন।

এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/budh-mahadasha-will-cause-this-amazing-event/feed/ 0 4619
Surya & Shani Dev: সূর্য ও শনির অশুভ প্রভাব কাটিয়ে সৌভাগ্যের পথে ৪ রাশি https://bn365.techiteasy.in/surya-dev-and-shani-dev-to-give-relief/ https://bn365.techiteasy.in/surya-dev-and-shani-dev-to-give-relief/?noamp=mobile#respond Tue, 19 Sep 2023 21:53:31 +0000 https://bn365.techiteasy.in/?p=4645 Surya Dev & Shani Dev: ১৭ ই সেপ্টেম্বর শেষ হয়েছে সূর্য ও শনির অশুভ প্রভাব। গত মাসের মাঝামাঝি সময়ে সূর্য কন্যা রাশিতে অবস্থান করায় এক মাস এই রাশিতেই অবস্থান করে সূর্য। ফলস্বরূপ কুম্ভে উপস্থিত শনির সঙ্গে সূর্য মুখোমুখি হয়। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, সূর্য ও শনি একে অপরের মুখোমুখি হওয়ার ফলে অশুভ যোগ সৃষ্টি হয়েছিল।

দুই শত্রু গ্ৰহের পারস্পরিক অবস্থান জনজীবনে নানান প্রভাব ফেলেছিল। তবে সুসংবাদ যে, একমাস পরে সূর্য কন্যা রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে, যার ফলে অশুভ সংযোগ কেটে শুভ সংযোগ শুরু হবে। এই শুভ সংযোগ ঘটবে বৃষ রাশি, তুলা রাশি, মেষ রাশি ও মিথুন রাশি যুক্ত এই চারটি জাতকদের।

সূর্য ও শনির (Surya Dev and Shani Dev) অশুভ প্রভাব কাটিয়ে সৌভাগ্যের পথে ৪ রাশি
সূর্য ও শনির (Surya Dev and Shani Dev) অশুভ প্রভাব কাটিয়ে সৌভাগ্যের পথে ৪ রাশি

বৃষ রাশি (Taurus)

শনি ও সূর্য (Shani Dev and Surya Dev) এই দুই গ্ৰহের অশুভ প্রভাব জীবনে উন্নতির দিশা দেখবেন। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ পাবেন এবং চাকরির পাশাপাশি অন্যদিক থেকে রোজগার করতে পারবেন। এই রাশির জাতকদের মায়ের শরীরে কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পরিবারের সবাই সুখে স্বাচ্ছন্দে কাটাবে। সঙ্গী বা সঙ্গীনীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। আপনি যেকোনো সমস্যা নিজ বুদ্ধির সাথে সমাধান করতে পারবেন।

তুলা রাশি (Libra)

দুই শত্রু গ্রহের অশুভ সংযোগ শেষ হওয়ার পর সবসময় ভাগ্য তার সঙ্গ দেবে এবং যেকোনো মনের ইচ্ছা পূরণ হবে। যে কাজই করুক না কেন তা সাফল্যের সাথে করবেন। অধিক লাভ অর্জন করবেন। এছাড়া তুলা রাশির যে জাতকরা প্রযুক্তিগত বিশেষজ্ঞ, শিল্পপতি, সিএ, মিডিয়াকর্মী এবং গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো।

আরও পড়ুন -> শনিদেবের কৃপাদৃষ্টি পেতে অবশ্যই করুন এই ৮ টি কাজ

মেষ রাশি (Aries)

সূর্য ও শনির (Surya Dev & Shani Dev) অশুভ সংযোগের সমাপ্তির পরে এই রাশির জাতকরা সুখের দিন দেখতে চলেছে। পরিবার সবসময় তাঁর সঙ্গ দেবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় কারও স্বাস্থ্য সমস্যা নেই বললেই চলে। এই সময়ে মেষ রাশির জাতকরা নিজেদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিজের ক্যারিয়ারে উন্নতি করবেন। এছাড়াও সঠিক স্থানে লগ্নি করলে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

মিথুন রাশি (Gemini)

দুই শত্রু গ্ৰহের খারাপ প্রভাব শেষ হওয়ার পরে নিজস্ব ইচ্ছা পূরণে সফল হবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরি বা ব্যাবসার সুযোগ রয়েছে। বর্তমান চাকরিতে পছন্দমতো পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য আপনি যে সিদ্ধান্ত নেবেন তা সঠিক পথে পরিচালিত হবে। এছাড়াও লেখালেখি ও সাহিত্যের সঙ্গে জড়িত জাতকরা এই সময়ে ভালো ফল পাবেন।

এই রকম আরও খবর পেতে হলে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়

]]>
https://bn365.techiteasy.in/surya-dev-and-shani-dev-to-give-relief/feed/ 0 4645
Vishwakarma Puja 2023: ৫০ বছর পর বিশ্বকর্মা পুজোয় অমৃত-সিদ্ধিযোগ, কি করবেন আর কি করবেন না https://bn365.techiteasy.in/vishwakarma-puja-2023-things-you-should-do/ https://bn365.techiteasy.in/vishwakarma-puja-2023-things-you-should-do/?noamp=mobile#respond Sun, 17 Sep 2023 20:46:37 +0000 https://bn365.techiteasy.in/?p=4658 Vishwakarma Puja 2023: হিন্দু ধর্মে ঋক বেদ অনুযায়ী, বিশ্বকর্মা হলেন পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টিশক্তির দেবতা। প্রতি বছর কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্য যেদিন কন্যা রাশিতে প্রবেশ প্রবেশ করে সেই তিথিতে বিশ্বকর্মা পূজো করা হয়। এই তিথিতে অফিস, কারখানায় অস্ত্রশস্ত্রের নিয়ম মেনে পুজো করা হয়। তবে দীর্ঘ ৫০ বছর পর এই বছরের পূজোয় অস্বাভাবিক সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘাবড়ানোর কিছুই নেই। পূজায় কোন অস্বাভাবিক সংযোগ তৈরি হচ্ছে এবং তার জন্য কি উপায় অবলম্বন করতে হবে বিস্তারিত জানতে আরও পড়ুন।

Vishwakarma Puja 2023 – এবছর অস্বাভাবিক সংযোগের সময়সীমা

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এবছর বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja 2023) বিভিন্ন যোগ তৈরি হচ্ছে। তা হলো- অমৃত-সিদ্ধিযোগ, সর্বার্থসিদ্ধিযোগ, ব্রহ্ম যোগ ও দ্বিপুষ্করযোগ। এমতাবস্থায় বিশ্বকর্মা পুজো করা গেলে অধিক ফল লাভ করা সম্ভব। বিশ্বকর্মা পুজোর এই তিথিতে দ্বিপুষ্করযোগ থাকবে সকাল ১০টা ২মিনিট থেকে বেলা ১১টা ৯ মিনিট পর্যন্ত। অমৃতসিদ্ধি ও সর্বার্থসিদ্ধিযোগ থাকবে সকাল ৬টা ১৭মিনিট থেকে ১০টা ২মিনিট পর্যন্ত। ব্রহ্ম যোগ থাকবে ১৭ সেপ্টেম্বর সকাল ৪টে ১২ মিনিট থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৪টে ২৭ মিনিট পর্যন্ত।

পুজোয় ধনলাভের উপায়

আর্থিক দিক থেকে ভেঙে পড়লে এই তিথিতে বিশ্বকর্মা দেবতার পূজো করুন এবং এই উপায় গুলো অবলম্বন করুন। এর জন্য পুজোর দিনে ভোগে নিবেদন করুন সবুজ মিষ্টি। নিবেদনের পর সেই মিষ্টি প্রসাদ সবার মাঝে বিতরণ করুন। এই উপায় অবলম্বন করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে। এছাড়া আর্থিকভাবে লাভের পথ সুগম হবে।

Vishwakarma Puja 2023: জেনে নিন কি মন্ত্র জপ করবেন
Vishwakarma Puja 2023: জেনে নিন কি মন্ত্র জপ করবেন

পুজোয় সাফল্য লাভের উপায়

সব কাজের ক্ষেত্রে সফলতা লাভ করতে চাইলে বিশ্বকর্মা পুজোর দিনে তুলসী গাছের বীজ তুলে একটি হলুদ কাপড়ে বেঁধে নিন। তারপর সেই কাপড় মাদুলীর আকারে আপনার ডান হাতের বাহুতে বেঁধে নিন। এই উপায় অবলম্বন করলে আপনি কাজের ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে যে কোন বাধা দূর হয়ে যাবে।

আরও পড়ুন -> শনিদেবকে প্রসন্ন করার উপায়: কিভাবে লাভ করবেন গ্রহরাজের কৃপা?

যে মন্ত্র জপ করতে হবে

বিশ্বকর্মা পুজোর দিনে এই বিশেষ মন্ত্র জপ করলে যেমন ব্যবসায় সমস্ত সমস্যা দূর হবে তেমনি ধন-সম্পদ লাভ করাও সম্ভবপর হবে। ব্যবসায় লাভবান হবেন। এর জন্য যে মন্ত্রটি জব করতে হবে তা হল-

 ওম আধার শক্তপে নমঃ
 ওম কূময়ি নমঃ
 ওম অনন্তম নমঃ
 পৃথিব্যৈ নমঃ

এই রকম আরও খবর পেতে হলে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/vishwakarma-puja-2023-things-you-should-do/feed/ 0 4658
Leo, Virgo, Sagittarius: আপনার কি সিংহ, ধনু বা কন্যা রাশি? রাতারাতি ধনী হতে পারেন! https://bn365.techiteasy.in/good-news-leo-virgo-sagittarius-can-gain-wealth/ https://bn365.techiteasy.in/good-news-leo-virgo-sagittarius-can-gain-wealth/?noamp=mobile#respond Tue, 29 Aug 2023 21:13:34 +0000 https://bn365.techiteasy.in/?p=4408 Good News for Leo, Virgo and Sagittarius: জ্যোতিষ বিদ্যায় মূলত গ্রহ ও নক্ষত্র নিয়েই চর্চা হয়ে থাকে। সেখান থেকে জানা যায়, দুটি রাশির পরস্পর মিলনের ফলে যেমন শুভ যোগ ঘটতে পারে তেমনি অশুভ যোগও ঘটতে পারে।

সেরকমই দুটি গ্রহের মিল পাওয়া গেছে সিংহ রাশিতে। জানা গেছে বুধ ও শুক্রের মিলনের ফলে সিংহ রাশিতে লক্ষ্মী নারায়ণের যোগসূত্র রয়েছে। ফলস্বরূপ এই শুভ যোগ ঘটার মাধ্যমে আরও বেশ কিছু রাশির শুভ দিন ঘটতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা কিভাবে এই সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন।

Leo, Virgo and Sagittarius: সিংহ, ধনু বা কন্যা রাশির জাতক-জাতিকাদের রাতারাতি ধনী হওয়ার যোগ রয়েছে
Leo, Virgo and Sagittarius: সিংহ, ধনু বা কন্যা রাশির জাতক-জাতিকাদের রাতারাতি ধনী হওয়ার যোগ রয়েছে

সিংহ রাশি (Leo)

সিংহ রাশিতেই বুধ ও শুক্রের মিলন ঘটছে। তাই লক্ষ্মী নারায়ণ যোগসূত্র তৈরি হচ্ছে। এই রাশির জাতক-জাতিকারা যেমন আর্থিক দিক দিয়ে আরও সচ্ছল হবেন তেমনি সব কাজে বাড়ির সদস্যদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। তাঁরা ভাল স্বাস্থ্যের অধিকারী হবেন। লক্ষ্মী-নারায়ণ যোগসূত্রের ফলে এই রাশির জাতক-জাতিকারা সন্তানের সুখ পাবেন, ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন। ভাগ্য সব সময় তাদের সাথেই থাকবেন।

ধনু রাশি (Sagittarius)

এই রাশিটি লক্ষ্মী-নারায়ণ রাজ যোগের অন্তর্গত হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও ব্যবসা সাফল্যের পথে অবতীর্ণ হবে। এর ফলে তাঁরা ভবিষ্যতে আর্থিক দিক থেকে আরো লাভবান হবেন। নিজেদের প্রতি আত্মবিশ্বাস প্রবল হবে। সুস্বাস্থ্যের অধিকারী হবেন। কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সহকর্মী এবং কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসিত হবেন এবং সুনাম অর্জন করবেন। সন্তান লাভ হতে পারে।

কন্যা রাশি (Virgo)

কন্যা রাশিতেও লক্ষ্মী-নারায়ন রাজ যোগসূত্রের দেখা মিলেছে। এই রাশির জাতক-জাতিকাদের সব সংকট দূর হয়ে যাবে এই সময়ে। এই রাশির জাতক-জাতিকাদের মায়েদের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও মধুর হবে। যাঁরা যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা করছিলেন তাঁদের পরিকল্পনা সফল হবে। অনেকদিন ধরে চাকরির চেষ্টা করার ফলেও চাকরি হচ্ছে না? কিন্তু এখন এই রাশির শুভ প্রভাবের ফলে আপনিও ভালো চাকরির অধিকারী হতে পারেন। অন্যদের সাথে আর্থিক লেনদেন ও সুগম হবে।

আরও পড়ুন -> Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল

পুনশ্চ

এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ন তথ্য প্রদান করা সম্ভব হয়নি। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি চাইলে বিশেষজ্ঞ জ্যোতিষীর স্মরণাপন্ন হতে পারেন। তবে আমাদের ওয়েবসাইট কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারের পথে উৎসাহ দেয় না। তাই সমস্ত কিছুই বিশ্বাস বা অবিশ্বাস পাঠকের ব্যক্তিগত মতামত সাপেক্ষ। এ ক্ষেত্রে ওয়েবসাইট কোনো ভাবেই দায়ভার নেয় না।

ব্যক্তিগত ভাবে জ্যোতিষ ও বাস্তু বিষয়ক আলাপচারিতা বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন জ্যোতিষ মহারাজ শ্রী আনন্দ কৌশিক শাস্ত্রী এর সাথে।

যোগাযোগঃ
স্থান : শ্রীরামপুর, হাবড়া, বারুইপুর
ফোন : 8420054791
ইমেল : bkausik16@gmail.com


শাস্ত্রমতে জ্যোতিষবিদ্যা, গ্রহ-নক্ষত্র ও রাশিসমূহ সম্পর্কে আরো জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতা।

এই ধরণের আরো রাশিফল (Rashifal / Horoscope) জানতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর Astrology পাতায়

]]>
https://bn365.techiteasy.in/good-news-leo-virgo-sagittarius-can-gain-wealth/feed/ 0 4408
শনিদেবকে প্রসন্ন করার উপায়: কিভাবে লাভ করবেন গ্রহরাজের কৃপা? https://bn365.techiteasy.in/how-to-please-shani-dev-to-get-his-blessings/ https://bn365.techiteasy.in/how-to-please-shani-dev-to-get-his-blessings/?noamp=mobile#respond Fri, 23 Jun 2023 23:16:03 +0000 https://bn365.techiteasy.in/?p=3586 শনিদেবকে প্রসন্ন করতে পারলে জীবনের অনেক সমস্যারই সমাধান হয়ে যায়, এমনটাই বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী মানুষদের। কিন্তু গ্রহরাজের কৃপা কিভাবে লাভ করবেন, কিভাবে তুষ্ট করবেন শনিদেবকে?

হিন্দু ধর্মমতে প্রতিটা দিনই কোন না কোন দেবতার উদ্দেশ্যে অর্পিত করা হয়। ঈশ্বরের কৃপা লাভ ও তাঁর সেবাই একজন শুদ্ধ ভক্তের জীবনের মূল উদ্দেশ্য। হিন্দু ধর্ম মতে, প্রতিটা কর্মের ওপরই কোন না কোন দেবতার অবদান রয়েছে। সমস্ত শুভ কাজের আগে তাই দেবতাদের ও ঈশ্বরের পূজার্চনা করা হয়ে থাকে। সকল আরাধ্য দেবতাদের মধ্যে যে ঠাকুরকে সকলে বেশি ভয় পায়, তিনি হলেন শনিদেব (Shani Dev)। গ্রহরাজ শনিদেবকে প্রসন্ন রাখতে চাই আমরা সবাই। মনে করা হয় শনিবার হল বড় ঠাকুরের দিন। তাই এই মান্যতার সম্মান রেখে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এদিন শনিদেবের স্তব করেন।

শনিদেবকে প্রসন্ন করার উপায়
শনিদেবকে প্রসন্ন করার উপায়

শনিদেব কে?

শনিদেব কর্মফল দাতা। তিনি সূর্যের পুত্র। আর শনি গ্রহের মহারাজ। এই কারণে তাঁকে গ্রহরাজও বলা হয়ে থাকে। অনেকেই তাঁকে ভয়ংকর মনে করেন। যদিও ব্যক্তি বিশেষে মতামত ভিন্ন। কারোর মতে তিনি কাজে বাঁধা সৃষ্টি করেন, তো আবার কারোর মতে তিনি সকলকে সঠিক শিক্ষা দেন। আসলে গ্রহরাজ শনি হলেন একজন কঠোর শিক্ষক‌। যিনি জীবকে বিপথে দেখলেই সঠিক পথে আনার উদ্দেশ্যে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। এমনই হলেন গ্রহরাজ। তাঁর বক্র দৃষ্টি থেকে কেউ রক্ষা পায়না। ভুল করলে শাস্তি পেতেই হবে। পুরাণে তাঁকে নিয়ে বিভিন্ন গল্পগাঁথা রয়েছে।

সূর্য দেবের দুই পুত্র

মানুষের জীবদ্দশায় তিনি কর্মের ফল দিয়ে থাকেন। আসলে সূর্য দেবের ২ পুত্র। একজন হলেন, কর্মফল দাতা শনি আর অপরজন যম। একজন জীবিত থাকাকালীন কর্মফল দেন আর অপরজন মৃত্যুর পরে কর্মফল অনুযায়ী ভাগ্য নির্ধারণ করেন‌। একজন মানুষ যদি নিজের কর্ম ঠিক রেখে ধর্ম পালন করেন, তাহলে শনিদেবের আশীর্বাদ তাঁর ওপরে বর্ষিত হয়। পুরাণ মতে শনিদেবকে নিজের জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে। কিন্তু তিনি একজন শুদ্ধ ভক্ত। তাঁর এই শক্তি ঈশ্বর সেবার মাধ্যমে প্রাপ্ত।

পড়ুন -> Shani Mantra: জীবনে সুখ-সমৃদ্ধি পেতে এই শনি দেবের মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন

শনিদেব মানুষকে শারীরিক ও মানসিক ভাবে শক্তিশালী করে তোলেন

তিনি সংগ্রামের প্রতিনিধিত্ব করেন। সংগ্রামী বা পরিশ্রমী মানুষরাই পারেন শনিদেবকে প্রসন্ন করতে। কিন্তু যাঁরা সংগ্রামে লড়তেই চায় না, তাঁদের শক্ত করতেই তিনি জীবনে লড়াই আনেন। আসল কথা হল তিনি কাউকে দুর্বল থাকতে দেন না। কোন না কোন উপায় সেই মানুষকে শক্তিশালী করেই ছাড়েন। অনেকেই তাই তাঁকে ভয় পান। কিন্তু যে একবার শনিদেব সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারে, তাঁর কাছে তখন জীবন ও জগত সম্পর্কে ধারণা বদলে যায়। জীবনের যেকোনো লড়াইতে পিছিয়ে আসেন না তিনি। মানুষের জীবনে কঠিন সময় আসবেই। সেই কঠিন সময়ে নত না হয়ে এগিয়ে যেতেই শেখায় শনিদেব।

শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের গুরুত্ব

শনি দেব নিজে ভীষণ পরিশ্রমী আর শৃঙ্খলা বদ্ধ। তাই শৃংখলাহীন জীবনচর্যা তাঁর পছন্দ না। তিনি মানুষকে শৃংখলাবদ্ধ জীবনের উদ্দেশ্যে আহ্বান জানান। কারোর কারোর মতে তাঁর দৃষ্টি অশুভ। এই তথ্যটি একেবারেই ভুল। তিনি কর্মের ওপর নির্ভর করে ব্যক্তির জীবন এগিয়ে নিয়ে যান। শনিদেবকে প্রসন্ন করা মোটেই সহজ নয়। কিন্তু একবার যে এই কাজে সফল হয় শনিদেব তাঁর ওপর নিজের কৃপা দৃষ্টি দেন। গত ১৯ শে মে ছিল শনিদেবের জয়ন্তী। এটি শনি অমাবস্যা নামেও পরিচিত। এদিন অনেকেই গ্রহরাজ শনির আরাধনা করেছিলেন।

পড়ুন -> Shani’s wrath: দুর্ভাগ্যের শিকার? শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন কিভাবে?

শনিদেবকে প্রসন্ন করার কয়েকটি উপায়:

১. বজরংবলীর পুজো

শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত হলেন বজরংবলী। কারোর উপর যদি শনিদেবের বক্রদৃষ্টি পড়ে বা কারোর রাশিতে যদি শনিদেবের সাড়েসাতি, ঢাইয়া চাল ইত্যাদি থেকে থাকে তাহলে তাঁর বজরংবলীর পূজা করতে পারেন। মনে করা হয় রাবণের পাপ যখন অতিরিক্ত বেড়ে গিয়েছিল, সেই সময় শনিদেব তাঁর ধ্বংস করতে চেয়েছিলেন। কিন্তু শ্রীরামচন্দ্র মাতা সীতাকে উদ্ধার করতে ও রাবণ বধ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাই নিজের ভগবানের প্রতিজ্ঞা অক্ষুন্ন রাখতে বজরংবলী শনিদেবের বক্র দৃষ্টি থেকে রাবণকে রক্ষা করেছিলেন। তাই মান্যতা রয়েছে শনিদেবের রোষের হাত থেকে বাঁচতে হলে ও শনিদেবকে প্রসন্ন করতে হলে বজরংবলীর পুজো করা উচিৎ।

২. অশ্বত্থ গাছের পুজো

অশ্বত্থ গাছ কে উদ্ভিদের রাজা মনে করা হয়। প্রতি শনিবার এই গাছের শাখায় সরিষার তেল ঢেলে পুজো করলে গ্রহরাজের কৃপা পাওয়া যায়। এই পুজো সূর্য ডোবার পরে ও সূর্য ওঠার আগে শেষ করতে হয়।

৩. কাকের সেবা

শনিদেবকে প্রসন্ন করার জন্য আপনারা চাইলে প্রতি শনিবার কাককে অন্ন খাওয়াতে পারেন। কাক শনিদেবের একনিষ্ঠ ভক্ত। ভক্তের সেবা করলে আরাধ্য দেবতা খুশি হন।

৪. নিজের জীবন শৃঙ্খলা বদ্ধ করুন

শনিদেব শৃঙ্খলাহীন, উগ্র জীবনযাপন একদম পছন্দ করেন না। তিনি একজন কঠোর শিক্ষক। চিরজীবন তিনি শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে এসেছেন। তাই শনিদেবকে প্রসন্ন করতে ও তাঁর কৃপা দৃষ্টি অর্জন করতে নিজের জীবনকেও স্বচ্ছ ও পবিত্র করতে হবে। মনে আনতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস, জীবন উৎসর্গ করতে হবে ভগবানের উদ্দেশ্যে, বর্জন করতে হবে সম্পূর্ণ উগ্রতা। এইসব মানতে পারলেই আপনি অতি সহজেই শনিদেবের কৃপা লাভ করবেন।

৫. দান

অভাবী ও দরিদ্র ব্যক্তিকে প্রতি শনিবার দান করলে শনি দেব তুষ্ট হন। তবে কেবলমাত্র শনিবার নয় যখনই পারবেন নিজের সামর্থ্য মতন কিছু না কিছু দান করবেন। কোন কিছু পাওয়ার আশায় নয় কাউকে সাহায্য করার ইচ্ছে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী দান করলে শনিদেব খুশি হন।

৬. সরিষার তেল ও তিল

উপরে উল্লেখিত কোন উপায় না মানতে পারলেও এটি করলে লাভ পাবেন। শনিদেবকে প্রসন্ন করতে তামার পাত্রে সরিষার তেল ও তিলের বীজ নিয়ে মন্ত্র উচ্চারণ করতে হবে। এরপর সেটি শনিদেবের মূর্তির উদ্দেশ্যে নিবেদন করতে হবে। মন্ত্রটি হল- “ওম্ প্রেম প্রম প্রম সহ শনাইশ্চ্রায়ে নমঃ।”


শনিদেব সম্পর্কে আরও জানতে পড়ুন এই উইকিপিডিয়ার পাতাটি

জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত নানা তথ্য, রাশিফল ইত্যাদি জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর রাশিফল পাতায়

]]>
https://bn365.techiteasy.in/how-to-please-shani-dev-to-get-his-blessings/feed/ 0 3586
Baba Vanga: পৃথিবীর ভয়ংকর পরিস্থিতি, বাবা ভাঙ্গা-এর ভবিষ্যৎবাণী https://bn365.techiteasy.in/baba-vanga-predictions-for-2023/ https://bn365.techiteasy.in/baba-vanga-predictions-for-2023/?noamp=mobile#respond Thu, 25 May 2023 20:22:13 +0000 https://bn365.techiteasy.in/?p=366 অনেকেই জ্যোতিষ শাস্ত্র বা ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন। অনেকেরই জানার ইচ্ছা রয়েছে যে ২০২৩ শেষ হওয়া পর্যন্ত পৃথিবী কেমন অবস্থায় থাকবে? সেই নিয়েই ভবিষ্যৎবাণী করেছেন “বাবা ভাঙ্গা” (Baba Vanga)। চলুন জেনে নেওয়া যাক এই বিখ্যাত ব্যক্তির ভবিষ্যৎবাণীতে ২০২৩ সম্পর্কে কি কি লেখা আছে।

বাবা ভাঙ্গা-র পরিচয় / Who is Baba Vanga?

অনেকের মনে প্রশ্ন আছে এই বাবা ভাঙ্গা (Baba Vanga) আসলে কে? তিনি হলেন বুলগেরিয়ার একজন বাসিন্দা, জন্ম ১৯১১ সালে। একটি ঘূর্ণিঝড়ে আহত হওয়ার কারণে তিনি দুর্ভাগ্যবশত দৃষ্টিহীন হন। এই বাবা ভাঙ্গা একজন রহস্যময় আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই তাঁর এই বিশেষ ক্ষমতা আরও বেশি করে জনপ্রিয়তা পেতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের পরেও অনেক দেশের উচ্চস্তরের নেতা-নেত্রীরাও তাঁর কাছে এসেছেন তাঁর মুখে ভবিষ্যৎবাণী সোনার জন্যে। অনেকেই মনে করেন তিনি সম্ভবত কোনো বিশেষ ধরনের অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ।

পরবর্তীকালে, ১৯৯৬ সালে এই বাবা ভাঙ্গা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তবে তাঁর আগে তিনি পৃথিবীর ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই ভবিষ্যৎবাণী থেকে উদ্ধার হল ২০২৩ সালের ভবিষ্যৎবাণী। চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালে কি ঘটতে চলেছে পৃথিবীতে।

বাবা ভাঙ্গা / Baba Vanga
বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত / Baba Vanga is famous for predicting the future

পৃথিবী এখনও করোনার বোঝা বয়ে চলেছে

২০২২-এ পৃথিবীতে সকল মানুষেরই ভাল-মন্দ সবকিছু নিয়ে কেটেছে। এছাড়া গত তিন বছরে করোনা পরিস্থিতিতে পৃথিবীর অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছে। ফলস্বরূপ, এখনো অনেকক্ষেত্রে সেই অবস্থা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না সাধারণ মানুষ। তাই ২০২৩-এর শেষ পর্যন্ত সেই অবস্থা কাটিয়ে মানুষ কতটা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, বা আদৌ পারবে কিনা সেই নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যৎবাণীতে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু কথা।

২০২৩ সাল ভয়ংকর পরিস্থিতির শিকার হতে চলেছে

বাবা ভাঙ্গা-এর অনেক ভবিষ্যৎবাণীই আজ পর্যন্ত মিলে গেছে। সেই কারণে, তিনি পৃথিবীতে অনেক দেশেই বিখ্যাত এবং সুপরিচিত। তাঁর ভবিষ্যৎবাণীকেও অনেক মানুষ মানেন। তাই অনেকেরই জানার ইচ্ছা ছিল ২০২৩-এ বাবা ভাঙ্গা কি ভবিষ্যৎবাণী করে গেছেন। আর সেটাই সকলের প্রকাশ্যে এলো। ওনার ভবিষ্যৎবাণী থেকে জানা যাচ্ছে, ২০২৩ সালে পৃথিবী গ্রহে নেমে আসতে চলেছে ভয়ংকর বিপর্যয়। এমনকি দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও জানা গেছে পৃথিবীতে।

ভারত সম্বন্ধে ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গা-এর / Baba Vanga’s Predictions for India

সংবাদমাধ্যমে জানা গিয়েছে, বাবা ভাঙ্গা-এর ভবিষ্যৎবাণী বলছে ২০২৩ সালে পৃথিবীতে নেমে আসবে ভয়ংকর বিপর্যয়। জানা যাচ্ছে ২০২৩ সালের ভবিষ্যৎবাণীতে বাবা ভাঙ্গা লিখে গেছেন, ভারতে হতে পারে সৌর ঝড় এবং সৌর সুনামি। যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। এমনকি তাঁর ভবিষ্যৎবাণীতে লেখা আছে, এর ফলে দুর্ভিক্ষ বা অনাহার দেখা দিতে পারে পৃথিবীতে। তবে ওনার এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে এই বছরে পৃথিবী এক ভয়ংকর পরিস্থিতির শিকার হতে চলেছে।

পড়ুন -> দুর্ভাগ্যের শিকার? শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন কিভাবে?

২০২৩ সালে পৃথিবীর ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গা-এর / Baba Vanga’s Predictions for the World in 2023

বাবা ভাঙ্গা পৃথিবীর জন্যে বহু ভবিষ্যৎবাণী করে গেছেন, যা ভয় ধরাচ্ছে মানুষকে। জানা গিয়েছে, ২০২৩ সালে পৃথিবীতে পরমাণু হামলা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়া এশিয়া মহাদেশেও এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে বলেও জানা গেছে। এর ফলে সেখানে কেমিক্যাল অস্ত্রেরও ব্যবহার হতে পারে। এই সবকিছুর ফলে পৃথিবী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবার পূর্বাভাস দিয়েছে বাবা ভাঙ্গা।

পৃথিবীর অস্তিত্ব কদিন থাকবে?

এমনকি এই ভয়ংকর পরিস্থিতির কারণে এক ভয়ঙ্কর অসুখ আসবে বলে জানা গেছে। যার ফলে পৃথিবীতে অতিমারির সৃষ্টি হতে পারে। তাই আগে থেকে এই সব জানিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। তবে এই বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত পৃথিবী নামক গ্রহের ভবিষ্যৎবাণী করে গেছেন। তাই অনুমান করা যাচ্ছে যে, পৃথিবীর অস্তিত্ব হয়তো ৫০৭৯ সাল পর্যন্তই থাকবে।


বাবা ভাঙ্গা (Baba Vanga) সম্বন্ধে আরও জানতে চাইলে পড়তে পারেন উইকিপিডিয়ার এই পাতা

এরকম আরো খবর পেতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/baba-vanga-predictions-for-2023/feed/ 0 366
শনির শশ মহাপুরুষ যোগের ফলে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে? https://bn365.techiteasy.in/shani-dev-shash-mahapurush-yog-2023/ https://bn365.techiteasy.in/shani-dev-shash-mahapurush-yog-2023/?noamp=mobile#respond Fri, 05 May 2023 19:53:31 +0000 https://bn365.techiteasy.in/?p=3055 জ্যোতিষ শাস্ত্র মতে মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে মনে হয় শনিদেব কে। কারণ তিনি কর্মফলের দেবতা। মানুষ যা কিছু কর্ম করে তার প্রতিদান হিসেবে ফল পায়। সেই ফল প্রদান করে থাকেন শনিদেব। এই প্রতিবেদনে আমরা জেনে নেব, শনি দেবের শশ মহাপুরুষ যোগ-এর ফলে কোন কোন রাশি লাভবান হবে।

জ্যোতিষশাস্ত্রে অনেকক্ষেত্রেই শনিকে সংকটময় গ্রহ হিসেবে ধরা হয়। যদিও ব্যাপারটি পুরোপুরি সত্য নয়। শনি গ্রহ যদি কারো অনুকূলে থাকে তবে শনিদেব তাকে রাজা বানিয়ে দিতে পারে। আবার শনি প্রতিকূল হলে রাজা থেকে ভিখারি হতেও বিশেষ সময় লাগে না। মোটের উপর এক ব্যক্তি যেমন কাজ করবেন ঠিক তেমনি ফল পাবেন শনিদেবের কাছ থেকে।

শশ মহাপুরুষ যোগ – শনিদেবের অনুকূল ফল

শনিদেব যে সমস্ত যোগে অনুকূল ফল দান করে থাকেন তার মধ্যে শশ মহাপুরুষ যোগ অন্যতম। শনি যখন মকর, কুম্ভ বা তুলা রাশির কেন্দ্রে অবস্থান করে এবং আরোহণ শক্তিশালী হয়, তখন তাকে শশ মহাপুরুষ যোগ বলে। এটিকে এক প্রকার রাজ যোগ বলা হয়।

চলতি বছরের ১৭ ই জানুয়ারি, শনি কুম্ভ রাশির কেন্দ্রে প্রবেশ করেছেন এবং আগামী আড়াই বছর তিনি এই অবস্থানেই বিরাজ করবেন। অর্থাৎ শনি কুম্ভ রাশির কেন্দ্রে থাকায় একটি শশ মহাযোগ তৈরি হয়েছে। যার ফলে কিছু রাশি এই আড়াই বছর সময় কালের মধ্যে সাফল্যের শিখরে উঠবেন। শনি দেবের শশ মহাপুরুষ যোগের ফলে যে সব রাশি শুভ ফল প্রাপ্ত হবে তাদের নিয়ে নিচে আলোচনা করা হলো।

Shani Dev Shash Mahapurush Yog / শনি দেবের শশ মহাপুরুষ যোগ, কোন কোন রাশি লাভবান হবে?
Shani Dev Shash Mahapurush Yog / শনি দেবের শশ মহাপুরুষ যোগ, কোন কোন রাশি লাভবান হবে?

বৃষরাশি

এই রাজ্যের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা জীবনে বিশেষ লাভবান হবেন। আগামী আড়াই বছর বৃষ রাশির উপর শনিদেব বিশেষ কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। যার ফলে তাদের জীবনে বেশ কিছু শুভ ফলের উদয় হবে। যেমন, জীবনে চলতে থাকা কিছু গুরুতর সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা। তাছাড়াও এই যোগের ফলে বৃষ রাশির মানুষজন পরিশ্রমের সম্পূর্ণ ফল লাভ করবেন। সেই সাথে এই সময়ে কর্ম ক্ষেত্রে উন্নতি হবে, স্বাস্থ্য ভালো যাবে এবং আকস্মিকভাবে অর্থপ্রাপ্ত যোগ রয়েছে।

সিংহরাশি

এই যোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কম পরিশ্রম করেও সম্পূর্ণ ফল প্রাপ্ত হবেন, যার ফলে কর্মক্ষেত্রে তরতরিয়ে উন্নতির যোগ রয়েছে। পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়ে পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থীরা চাকরি পেতে পারেন, ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ পাবেন। তাছাড়াও কর্মরত সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য লাভ করবেন।

মিথুনরাশি

এই শশ মহাপুরুষ যোগের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনেও বেশ কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। এই সময় কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের সমাজে মান-সম্মান, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরিবার পরিজনের সঙ্গে তীর্থযাত্রার যোগ রয়েছে এবং দাম্পত্য জীবনের বেশ কিছু সমস্যার অবসান ঘটবে।

কুম্ভরাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়ে স্বাস্থ্য ভালো যাবে। আর্থিক দিক থেকেও প্রতিবন্ধকতা কেটে যাবে। জীবনে এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, যা জীবনের মোড়কে আমূল পরিবর্তন এনে দেবে। তাছাড়াও এই সময়ে জীবনে অনুশাসন ও পরিশ্রম সাফল্য এনে দেবে। কর্মক্ষেত্রে পদ ও বেতন বৃদ্ধি পাবে। সামাজিকভাবেও মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে।

তুলারাশি

তুলা রাশির জাতক-জাতিককারা এই সময়ের মধ্যে কার্যক্ষেত্রে সাফল্য লাভ করবেন। যে কাজেই হাত দেবেন তাতেই সোনা ফলবে। বিশেষত ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন সাফল্যের শিখরে উঠবেন। আর্থিকভাবেও এই সময় তাদের জন্য বেশ অনুকূল। বিদেশে পাঠরত কিংবা বিদেশে পড়ার ইচ্ছা আছে এমন পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়ে ভালো সুযোগ রয়েছে।


পড়ুন:

—> দুর্ভাগ্যের শিকার? শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন কিভাবে?

—> জীবনে সুখ-সমৃদ্ধি পেতে এই শনি দেবের মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন

—> ২০২৩ সালে শনির কুদৃষ্টি পড়তে চলেছে কোন কোন রাশির ওপর?

শনিদেব সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি

শনি দেব (Shani Dev) ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য, রাশিফল (Rashifal / Horoscope) জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর রাশিফল পাতায়

]]>
https://bn365.techiteasy.in/shani-dev-shash-mahapurush-yog-2023/feed/ 0 3055
Shani’s wrath: দুর্ভাগ্যের শিকার? শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন কিভাবে? https://bn365.techiteasy.in/how-to-save-yourself-from-shani-wrath/ https://bn365.techiteasy.in/how-to-save-yourself-from-shani-wrath/?noamp=mobile#respond Fri, 28 Apr 2023 18:54:41 +0000 https://bn365.techiteasy.in/?p=2968 এই প্রতিবেদনে আমরা জেনে নেবো শনিদেবের রোষ (Shani’s wrath) থেকে মুক্তি পাবার উপায়।

অনেকের জীবনে এমন ঘটনা ঘটে যখন সঞ্চয় থেকে ব্যয়ের পরিমাণ অনেকাংশ বৃদ্ধি পায়। হঠাৎ করেই বেড়ে যায় পারিবারের খরচ। যখনই এমন ঘটনা ঘটবে ধরে নিতে হবে শনি মহাদেব রুষ্ট হয়েছেন এবং শনির সাড়ে সাতির প্রভাব প্রকটভাবে দৃশ্যমান। কর্মের দেবতা শনিদেব কর্ম অনুসারে মানুষকে ফল প্রদান করে থাকেন।

শনির সাড়ে সাতির প্রভাব

ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিমহাদেব জাতককে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। শনিদেবের প্রভাবে মানুষ যেমন সমৃদ্ধশালী হতে পারে তেমনি তার কর্মের জন্য নেমে আসতে পারে জীবনে বিপর্যয়। শনিদেবের ক্রোধের কারণে ব্যক্তির জীবনে ব্যয় বৃদ্ধি পায়। রাশির জাতক জাতিকারা শনির ধাইয়া, শনির সাড়ে সাতি এবং শনির মহাদশায় খুব খারাপ সময় কাটায়। খারাপ কাজের ফল দেন শনিদেব।

শনিদেবের রোষ (Shani Dev's wrath) থেকে বাঁচতে চাইলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম
শনিদেবের রোষ (Shani Dev’s wrath) থেকে বাঁচতে চাইলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম

শনিদেবের রোষ থেকে মুক্তি পাবার উপায় কি?

যদি আপনি শনিদেবের রোষ থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম। নিজেকে খারাপ কাজ করা থেকে বিরত রাখতে হবে তাহলে আপনি শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন। কখনই ব্যক্তি স্বার্থের মত খারাপ কাজ, অন্য মহিলাদের প্রতি কুনজর রাখা, মদ্যপান এবং গরীবদের উত্যক্ত করা, পশু হত্যার মতো ঘৃণ্য কাজ করা উচিত নয়। শনি দেবের এই মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন।


পড়ুন:

—> ২০২৩ সালে এই তিন রাশির উপর প্রভাব শনির সাড়ে সাতি দশার

—> মানুষের জীবনে শনির ‘মহাদশা’ শুধু ক্ষতি করে না; রাজসুখের অধিকারী হয় অনেকেই

—> ৩০ বছর পর শনিদেব অস্ত যাচ্ছেন। কোন কোন রাশির জাতকেরা লাভবান হবেন?

—> ২০২৩ সালে শনির কুদৃষ্টি পড়তে চলেছে কোন কোন রাশির ওপর?

—> ২০২৩ এর বিস্তারিত বার্ষিক রাশিফল

শনিদেব সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি

শনি দেব (Shani Dev) ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য, রাশিফল (Rashifal / Horoscope) জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর রাশিফল পাতায়

]]>
https://bn365.techiteasy.in/how-to-save-yourself-from-shani-wrath/feed/ 0 2968
শনিদেবের কৃপাদৃষ্টি পেতে অবশ্যই করুন এই ৮ টি কাজ https://bn365.techiteasy.in/do-these-8-things-to-get-blessings-of-shani-dev/ https://bn365.techiteasy.in/do-these-8-things-to-get-blessings-of-shani-dev/?noamp=mobile#respond Fri, 14 Apr 2023 17:31:41 +0000 https://bn365.techiteasy.in/?p=2762 হিন্দুরা সপ্তাহের প্রতিদিনই বিশেষ বিশেষ দেবতা ও দেবীকে পুজো করে থাকেন। কারণ প্রত্যেকটি দিনের নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে। যেমন, সোমবার দেবাদিদেব শিবের আরাধনা করা হয়, মঙ্গলবার করা হয় বজরংবলির। তেমনি শনিবারটি হল শনিদেবের দিন। তাই শনি মহাদেবকে তুষ্ট করার জন্য অবশ্যই এই দিনটি তার পূজা করা উচিত।

কেনো করবেন শনিদেবের আরাধনা?

কর্মফলের দেবতা হলো শনি দেব, তিনি সবাইকে তার কর্ম অনুসারে ফলপ্রদান করে থাকেন। ভালো কাজ করলে যেমন তার আশীর্বাদ জীবনে নেমে আসে, তেমনই খারাপ কাজ করলে তার রোষ এর কারণে জীবন ছারখার হয়ে যায়। কিন্তু ভক্তি ভরে শনি পুজো করলে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

যদি আপনার জীবনে শনির কুদৃষ্টির কারণে খুব খারাপ সময় চলে তাহলে শুধুমাত্র শনিকে সন্তুষ্ট করার মাধ্যমেই আপনার পরিস্থিতির উন্নতি আপনি ঘটাতে পারবেন। এমনকি যে কোন রকম দুর্ঘটনা থেকেও আপনি মুক্তি পাবেন।

বিস্তারিতভাবে জেনে নিতে হবে শনিবার কোন কোন কাজ করলে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করা যাবে এবং জীবন থেকে বিদায় নেবে সমস্ত রকম বিপদ।

ভক্তি সহকারে শনি পুজো করলে অবশ্যই শনিদেব সন্তুষ্ট হবেন / If you perform Shani Puja with devotion, it will certainly satisfy Shani Dev
ভক্তি সহকারে শনি পুজো করলে অবশ্যই শনিদেব সন্তুষ্ট হবেন / If you perform Shani Puja with devotion, it will certainly satisfy Shani Dev

গুরুত্বপূর্ণ কার্যাবলী – এই ৮ টি কাজ অবশ্যই করুন

শনিদেবকে তুষ্ট করার জন্য অবশ্যই আটটি নিয়ম পালন করা উচিত। শনিবারের দিন ভক্তি ভরে যদি এই নিয়মগুলো পালন করা যায় তাহলে অবশ্যই বিপদের হাত থেকে মুক্তি লাভ হবে।

১. ধুনো হল শনি মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস। তাই শনিবার অবশ্যই রাতে বাড়িতে ধুনো জ্বালান। ধুনোর ধোঁওয়ায় ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং বাড়ির সকলের স্বাস্থ্য ভালো থাকে।

২. শনিবারের দিন সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের পূজা করে জল নিবেদন করা উচিত। এরপর সেখানে তেলের প্রদীপ জ্বালান।এই কাজ করলে শনিদেব প্রসন্ন হবেন। তাঁর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে।

৩. কুকুরের সেবা করলেও শনি ভক্তদের উপর তুষ্ট হন। তাই, শনিবার কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান, অবশ্যই আপনি ফল লাভ করবেন।

৪. যদি আপনি শনিদেবের কৃপা পেতে চান এবং সাড়ে সাতীর প্রকোপ কমাতে চান,তাহলে শনিবার শনিদেবের মন্ত্র ও চালিসা পাঠ করা উচিত।

৫. সূর্যাস্তের পর শনিবার শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপে কিছু কালো তিল রাখুন। এতে শনি মহাদেব প্রসন্ন হবেন।

৬. শনিবার সন্ধ্যেবেলা কোনও অশ্বথ গাছের গুঁড়ি দু-হাত দিয়ে স্পর্শ করতে হবে। তারপর সেই অশ্বথ গাছকে সাতবার প্রদক্ষিণ করুন। এর সঙ্গে সঙ্গে ‘ওঁ শনিশ্চরায় নমঃ’ মন্ত্রটি জপ করুন। শনি মহাদেব অবশ্যই আপনার ওপর কৃপা দৃষ্টি ফেলবেন।

৭. যদি আপনি চান দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফেরাতে, তাহলে অবশ্যই শনিবার সামান্য কালো তিল অশ্বত্থ গাছে নিবেদন করুন। তার পর গাছে জল নিবেদন করুন।

৮. কোষ্ঠী থেকে শনি দোষ দূর করতে হলে অবশ্যই ভগবান হনুমানের পূজা করতে হবে। বিশেষ করে, প্রতি শনিবার হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করুন।

এই বিষয়গুলি মাথায় রাখবেন

শনি মহাদেবের পুজো করার সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা উচিত। সেগুলি হল-

১. শনির পূজার সময় লোহার পাত্র ব্যবহার করলে শনিদেব প্রসন্ন হন।

২. শনি মহাদেবের মূর্তির সামনে কখনই দাঁড়িয়ে পুজো করা উচিত নয়।

৩. অবশ্যই পশ্চিম দিকে মুখ করে শনি পুজো করা উচিত।

৪. শনিদেবের পূজা করার সময় তামার পাত্র ব্যবহার করবেন না।

অবশ্যই পড়ুন

—> জীবনে সুখ-সমৃদ্ধি পেতে এই শনি দেবের মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন

—> ২০২৩ সালে এই তিন রাশির উপর প্রভাব শনির সাড়ে সাতি দশার

—> শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ, খুশির খবর রয়েছে কোন কোন রাশির?

—> মানুষের জীবনে শনির ‘মহাদশা’ শুধু ক্ষতি করে না; রাজসুখের অধিকারী হয় অনেকেই

—> শনির ঘর পরিবর্তনে কোন রাশির লাভ, কোন রাশির ক্ষতি – দেখে নিন এক নজরে

—> ৩০ বছর পর শনিদেব অস্ত যাচ্ছেন। কোন কোন রাশির জাতকেরা লাভবান হবেন?

—> ২০২৩ সালে শনির কুদৃষ্টি পড়তে চলেছে কোন কোন রাশির ওপর?

—> ২০২৩ এর বিস্তারিত বার্ষিক রাশিফল


শনিদেব সম্বন্ধে আরো জানতে পড়ুন এই উইকিপিডিয়ার পাতাটি

শনি দেব (Shani Dev) ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য, রাশিফল (Rashifal / Horoscope) জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর রাশিফল পাতায়

]]>
https://bn365.techiteasy.in/do-these-8-things-to-get-blessings-of-shani-dev/feed/ 0 2762
Shani Mantra: জীবনে সুখ-সমৃদ্ধি পেতে এই শনি দেবের মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন https://bn365.techiteasy.in/shani-mantra-in-bengali-for-a-prosperous-life/ https://bn365.techiteasy.in/shani-mantra-in-bengali-for-a-prosperous-life/?noamp=mobile#respond Fri, 07 Apr 2023 20:39:10 +0000 https://bn365.techiteasy.in/?p=2514 শনি দেবের মন্ত্রগুলি (Shani Mantra) পাঠ করার অনেক কারণ রয়েছে। প্রত্যেক মানুষই তার জীবনে শনি দেবকে তুষ্ট রাখতে চায়। কারণ একমাত্র শনিদেব মানুষকে তার সুখ স্বাচ্ছন্দ থেকে বার করে এনে কঠিন বাস্তবের সম্মুখীন করায়। সারা জীবনে মানুষ এই কারণে শনির দৃষ্টি এড়িয়ে চলতে চায়। শনির কুদৃষ্টি যার জীবনে একবার পড়ে, তার জীবন ছারখার হয়ে যায়। কিন্তু কিভাবে রেহাই পাওয়া যায় শনি মহাদেবের কুদৃষ্টি থেকে?

কিভাবে সন্তুষ্ট রাখবেন শনিদেবকে?

সর্বশক্তিমানের রোষ যখন জীবনে এসে পড়ে শত চেষ্টা করেও তার থেকে মানুষ বাঁচতে পারে না। তাই শনিদেবের আশীর্বাদ লাভের জন্য কি কি করা উচিত তা জেনে নেওয়া দরকার। এই প্রতিবেদনে উল্লেখিত শনি দেবের মন্ত্রগুলি (Shani Mantra) অবশ্যই প্রতি শনিবার নিয়মমত পাঠ করতে হবে। দেখবেন জীবনের শনির সাড়ে সাতি খুব সহজেই তাহলে কেটে যাচ্ছে, আর জীবন হয়ে উঠছে সুখ ও সমৃদ্ধিতে ভরপুর। যে কোনো রকম কষ্ট কমাতে সাহায্য করবে।

শনি দেবের মন্ত্র (Shani Mantra) নিয়মিত পাঠ করলেই জীবনে আসবে সুখ-সমৃদ্ধি
শনি দেবের মন্ত্র (Shani Mantra) নিয়মিত পাঠ করলেই জীবনে আসবে সুখ-সমৃদ্ধি

কি সেই শনি দেবের মন্ত্র (Shani Mantra)?

প্রত্যেক শনিবার ১০৮ বার আপনাকে শনি দেবের মন্ত্র (Shani Mantra) পাঠ করতে হবে তাহলে জীবন থেকে কেটে যাবে সমস্ত দুর্যোগ ও বিপদ। মন্ত্রটি হল-

“ওম ত্রয়ম্বকম ইজামাহে সুগন্ধম পুষ্টি-বার্ধানাম উর্বারুকা মিভা বন্ধনাম মৃত্যুর মুকশো মামরাত…”।

এই মন্ত্র পাঠের এমনই গুণ যে আপনাকে ৭ বছর আর শনির কুদৃষ্টিতে পড়তে হবে না। যখনই জীবন থেকে শনির সাড়ে সাতি প্রভাব কেটে যাবে তখনই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনি সফলতা লাভ করবেন। যদি আপনার জীবনে শনির কুদৃষ্টির কারণে খুব খারাপ সময় চলে তাহলে শুধুমাত্র এই মন্ত্রপাঠের জন্যই আপনার আশেপাশের পজিটিভ শক্তি অনেক অংশে বেড়ে যাবে। এমনকি যে কোন রকম দুর্ঘটনা থেকেও আপনি মুক্তি পাবেন।


পড়ুন:

—> ২০২৩ সালে এই তিন রাশির উপর প্রভাব শনির সাড়ে সাতি দশার

—> শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ, খুশির খবর রয়েছে কোন কোন রাশির?

—> মানুষের জীবনে শনির ‘মহাদশা’ শুধু ক্ষতি করে না; রাজসুখের অধিকারী হয় অনেকেই

—> শনির ঘর পরিবর্তনে কোন রাশির লাভ, কোন রাশির ক্ষতি – দেখে নিন এক নজরে

—> ৩০ বছর পর শনিদেব অস্ত যাচ্ছেন। কোন কোন রাশির জাতকেরা লাভবান হবেন?

—> ২০২৩ সালে শনির কুদৃষ্টি পড়তে চলেছে কোন কোন রাশির ওপর?

—> ২০২৩ এর বিস্তারিত বার্ষিক রাশিফল

শনিদেব সম্বন্ধে আরো জানতে পড়ুন এই উইকিপিডিয়ার পাতাটি

শনি দেব (Shani Dev) ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য, রাশিফল (Rashifal / Horoscope) জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর রাশিফল পাতায়

]]>
https://bn365.techiteasy.in/shani-mantra-in-bengali-for-a-prosperous-life/feed/ 0 2514