Kolkata – BN365 Copy https://bn365.techiteasy.in Sat, 23 Sep 2023 20:27:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://bn365.techiteasy.in/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Kolkata – BN365 Copy https://bn365.techiteasy.in 32 32 242097359 Kolkata Airport Liquor Rules: বিমানবন্দর থেকে মদ বহন করবেন? নিয়ম কি? https://bn365.techiteasy.in/kolkata-airport-liquor-rules/ https://bn365.techiteasy.in/kolkata-airport-liquor-rules/?noamp=mobile#respond Sat, 23 Sep 2023 20:27:14 +0000 https://bn365.techiteasy.in/?p=4631 Kolkata Airport Liquor Rules: বাইরের অন্যান্য দেশের মতো ভারতেও নানান রকম অনুষ্ঠান কিংবা বন্ধু বান্ধবের আড্ডা সবকিছুতেই অন্যান্য খাদ্যদ্রব্যের মধ্যে মদও অন্তর্ভুক্ত রয়েছে। জেনে রাখা ভালো, বিশ্বের সবথেকে বেশি হুইস্কি উৎপাদন এবং সেবন এই দেশেই হয়। তাই সব জায়গায় সব ধরনের মদের সমাহার না থাকায় অনেকেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে মদ বহন করেন।

তবে বিমানবন্দর থেকে যাত্রা সময় মদ বহন করলে এর ওপর কিছু নিয়মকানুন রয়েছে। তবে এখানে কোলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদ পরিবহনের ওপর নতুন নিয়মাবলির কথা জানানো হবে।

আবগারি দপ্তরের নতুন নিয়ম (Kolkata Airport Liquor Rules)

আবগারি দপ্তরের এই সতর্কতা আগে থেকে প্রচলিত হলেও নতুন নিয়ম জারি করা হয়েছে। সেটি হল একটি যাত্রী বিমানে যাত্রাকালে সর্বোচ্চ দুই লিটার মদ বহন করতে পারবেন। চলতি মাস গুলিতে আবগারি দপ্তর এই সতর্কতা চালু রাখার উদ্দেশ্যে আরো নজরদারি বাড়িয়েছেন। এই সতর্কতা আরো ভালোভাবে কার্যকর করার জন্য কলকাতা বিমানবন্দরে আরো কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তর।

নতুন নিয়মাবলীর কারণ

অবৈধ পাতিত ও নন শুল্ক পরিশোধিত মদ যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাচার না হতে পারে সে কারণে অনেক আগেই আফগারি দপ্তর সতর্কিত হলেও আরো সতর্কতা বাড়ানোর জন্য এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন -> Kolkata Airport Metro Station: ৪০ বছর পর কলকাতা বিমানবন্দরে মেট্রো ঢুকছে শেষমেষ

যে যে ধরনের মদের ক্ষেত্রে এই নিয়মাবলী প্রযোজ্য

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এই নতুন নিয়মাবলীটি সব ধরনের মদের ক্ষেত্রেই প্রযোজ্য। এর মধ্যে যেমন রয়েছে- বিয়ার, বিদেশী মদ, ভারতে তৈরি বিদেশী মদ, ভারতে প্যাকেটজাত বিদেশী মদ এবং ওয়াইন। তবে বলে রাখা ভালো, কলকাতার লাইসেন্সকৃত অন্যান্য যাত্রাপথে যাত্রীরা নিজেদের পছন্দ মতো মদ বহন করতে পারবে।

এখান যাত্রীদের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্রমণের সময় মদ বহন করার পরিমাণ অবশ্যই মাথায় রাখতে হবে।

এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/kolkata-airport-liquor-rules/feed/ 0 4631
Kolkata Metro New Route: মেট্রো সংযোগ এবার ব্যারাকপুর ও বারুইপুরের মধ্যে? মেট্রো রেলের নতুন উদ্যোগ https://bn365.techiteasy.in/kolkata-metro-new-route-barrackpore-baruipur/ https://bn365.techiteasy.in/kolkata-metro-new-route-barrackpore-baruipur/?noamp=mobile#respond Thu, 21 Sep 2023 20:02:28 +0000 https://bn365.techiteasy.in/?p=4601 Kolkata Metro New Route Planning: ভূগর্ভস্থ পথের মাধ্যমে একটি সুগম যাতায়াত মাধ্যম হলো মেট্রোরেল। একের পর এক এই মেট্রো লাইনের বিস্তার হয়েই চলেছে কলকাতায়। আগামী দিনের জন্য রেল কর্তৃপক্ষ মেট্রোরেলের জন্য নতুন নতুন রুট ম্যাপ তৈরি করার পরিকল্পনা করছে। চলুন জেনে নেওয়া যাক সেই নতুন রুট সম্পর্কে।

পূর্ববর্তী ও বর্তমান মেট্রো রুট

একদম শুরুতে মেট্রো পরিষেবা চালু হয়েছিল দমদম থেকে টালিগঞ্জ এলাকার মধ্যে। পরবর্তীকালে সেই পরিষেবার বিস্তার ঘটতে থাকে। উত্তর ও দক্ষিণে তা বাড়তে বাড়তে সেটি এখন উত্তরে দক্ষিণেশ্বর ও দক্ষিণে নিউ গড়িয়ায় এসে ঠেকেছে। শুধু তাই ই নয়, বর্তমানে যাতায়াত ব্যবস্থাকে আরো সুগম করার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল পরিষেবা চালু করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে তার সম্প্রসারণের কাজ চলছে।

একদিকে জোকা-তারাতলা মেট্রো তো অন্যদিকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর নতুন রুট (Kolkata Metro New Route) চালু করার কাজ শুরু হয়ে গেছে। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুট এখন সবুজ সংকেতের অপেক্ষায়। আশা করা যায়, তা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যাবে।

Kolkata Metro new route in planning phase. / কলকাতা মেট্রোর নতুন রুটের পরিকল্পনা চলছে।
Kolkata Metro new route in planning phase. / কলকাতা মেট্রোর নতুন রুটের পরিকল্পনা চলছে।

নতুন রুটের পরিকল্পনা (Kolkata Metro New Route Planning)

জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে ভবিষ্যতে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল গুলিতেও মেট্রো রুট তৈরির পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মধ্যে মেট্রো পরিষেবা। মেট্রোরেলের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া ম্যাপ অনুযায়ী অনুমান করা যায় যে, উত্তর ২৪ পরগনার বারাসাত পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াপাড়া ও ব্যারাকপুরের মধ্যে মেট্রোরেল পরিষেবা চালু হতে পারে খুব শীঘ্রই। সেই মোতাবেক কাজও চলছে জোর কদমে।এমনটাই জানাচ্ছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন -> Kolkata Metro Ticket History: মেট্রো টিকিটের বিবর্তন নিয়ে প্রদর্শনী

মেট্রো কর্তৃপক্ষের মতামত

মেট্রোর রুট সম্প্রসারনের প্রসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষের জনসংযোগ অধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভবিষ্যতে কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে কলকাতা মেট্রোর নতুন রুট (Kolkata Metro New Route) চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে অন্যতম বিষয় হলো জমি এবং অর্থ। তাই ভবিষ্যতে ব্যারাকপুর ও বারুইপুরের মধ্যে মেট্রো রেল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো স্পষ্ট ভাবে জানানো যাচ্ছে না কবে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প পরিপূর্ণতা লাভ করলে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের যাতায়াত আরো সুগম ও সুবিধা জনক হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

পরিবর্ধন ও পরিমার্জন

শুধুমাত্র কলকাতা মেট্রোর নতুন রুট (Kolkata Metro New Route) তৈরি করাই নয়, ইতিমধ্যে যে লাইনগুলি চালু হয়েছে তার নতুনত্বের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি মেট্রোর উত্তর ও দক্ষিণ লাইনে পরপর যে দুটো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তার দূরত্বের কথা মাথায় রেখে কম সময়ের মধ্যে পৌঁছানোর জন্য দমদম থেকে টালিগঞ্জের মধ্যে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসানোর পরিকল্পনা চলছে। শোনা যাচ্ছে পরবর্তীকালে ব্যাটারির মাধ্যমেও মেট্রো পরিষেবা চালু হতে পারে।

এই মেট্রো পরিষেবা চালু হলে খুব অল্প সময়ের মধ্যেই নিজস্ব গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভবপর হবে। মেট্রো কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ জনসাধারণের জন্য খুবই স্বাচ্ছন্দ্যময় ও নিরাপত্তা জনক হতে চলেছে।

এই ধরনের আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/kolkata-metro-new-route-barrackpore-baruipur/feed/ 0 4601
Underwater Metro Kolkata: ৯ এপ্রিল চালু হতে চলেছে গঙ্গার নিচে মেট্রো। ভারতে সর্বপ্রথম https://bn365.techiteasy.in/kolkata-has-the-first-underwater-metro-in-india/ https://bn365.techiteasy.in/kolkata-has-the-first-underwater-metro-in-india/?noamp=mobile#respond Sat, 08 Apr 2023 03:08:10 +0000 https://bn365.techiteasy.in/?p=2751 আগামী ৯ই এপ্রিল ঘটতে চলেছে মেট্রো রেলের ইতিহাসে সবথেকে যুগান্তকারী ঘটনা। সেতুর বিবর্তনের পর এবার পালা মেট্রোরেলের বিবর্তনের। এই প্রথম গঙ্গার নিচ থেকে অর্থাৎ হুগলি নদীর নিচ থেকে যাবে মেট্রোরেলের লাইন (Underwater Metro)। সেতুর মাধ্যমে নয়, সুড়ঙ্গের দ্বারা জুড়তে চলেছে কলকাতা ও হাওড়া। শুধু বাংলা নয়, সারা দেশে প্রথম মেট্রোর এই নতুন রূপ দেখবে জনগণ।

দুই যমজ শহরের ইতিহাস

প্রথমবার ১৮৭৪ সালে দুই যমজ শহর কলকাতা ও হাওড়া সেতুর মাধ্যমে যুক্ত হয়েছিল। ইংরেজদের এই উপনিবেশ জুড়ে নানা রকম ইতিহাস জড়িয়ে আছে। তারপর উনিশ বছরের চেষ্টায় গঙ্গা বাধা পড়েছে। হাওড়া ব্রিজ প্রথমে ছিল একটি ভাসমান সেতু, পরে পরিবর্তনের ফলে এটি হয়ে যায় ক্যান্টিলিভার সেতু। অবশেষে ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাত্রীবিহীন ট্রাম জ্বালিয়ে প্রথমবার উদ্বোধন করা হয়েছিল কলকাতার এই আশ্চর্যজনক সেতুটি।

কলকাতার মুকুটে নতুন পালক

কলকাতা এমনিতেই পরিচিত দেশের প্রথম মেট্রো শহর হিসাবে। তবে ৯ ই এপ্রিল ঘটতে চলেছে এক আশ্চর্য ঘটনা। রবিবার গঙ্গার তলা দিয়ে ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো (Underwater Metro) প্রথমবার চলবে। কিন্তু এটি শুধুই মাত্র মহড়া‌ দৌড়। বাগবাজারের বিপর্যয়ের পর থেকে মেট্রো মরিয়া হয়ে চাইছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি চালু করতে।

কিভাবে হবে এই মহড়া?

এই মহড়া করতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে মেট্রো রেলকে। প্রথমে সল্টলেক ডিপো থেকে শিয়ালদহ পর্যন্ত একটি রেককে চালু করা হবে। রেকটিকে যান্ত্রিক মাধ্যমে টেনে নেওয়া হবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। পরে থার্ড লাইনের সংযোগ পেয়ে ফের রেকটি মহাকরণ, হাওড়া স্টেশন পেরিয়ে গঙ্গার নিচ দিয়ে ছুটে যাবে হাওড়া ময়দান পর্যন্ত। মেট্রো রেলের ইতিহাসের ৯ই এপ্রিল ঘটতে চলেছে একটি স্মরণীয় ঘটনা। বউবাজার জট না কাটা পর্যন্ত এমনই বিক্ষিপ্তভাবে মেট্রো রেল চালানো হবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। প্রথম ছয় মাস চলবে এই রেকটির ট্রায়াল। তারপর সেফটির দিক থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই যাত্রী পরিষেবা শুরু হবে।

কলকাতার আন্ডারওয়াটার মেট্রোর মানচিত্র এবং প্রযুক্তিগত বিবরণ / Map and technical details of Underwater Metro in Kolkata
কলকাতার আন্ডারওয়াটার মেট্রোর মানচিত্র এবং প্রযুক্তিগত বিবরণ / Map and technical details of Underwater Metro in Kolkata

কেমনভাবে তৈরি হয়েছে গঙ্গার নিচের মেট্রো টানেল (Underwater Metro Tunnel)?

গঙ্গার জল তল থেকে মাত্র ১৩ মিটার গভীরে রয়েছে নদীবক্ষ। এর থেকেও আরও ১৩ মিটার নিচে আছে মেট্রো টানেলটি (Underwater Metro Tunnel)। সুরঙ্গের উপরিভাগ থেকে নিচের ভাগের ব্যবধান হলো ৬ মিটার। অর্থাৎ সবকিছু মিলিয়ে গঙ্গা-বক্ষ থেকে মেট্রো টানেলের দূরত্ব হলো উনিশ মিটার। মাত্র ৬৬ দিনে ২০১৮ সালে এই ৫০০ মিটারের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। মেট্রো প্রকল্পের এক কর্তা দাবি করেছেন যে, গঙ্গার সমস্ত ক্ষয়ক্ষতি হিসেব করে তবেই মেট্রোর লাইন পাতা হয়েছে। ১২০ বছরেও এই মেট্রোর কোনরকম ক্ষতি হবে না। এমনকি ভূমিকম্পের হাত থেকে যাতে মেট্রো রক্ষা পায় সেই ব্যবস্থাও করেছে মেট্রো রেল।


কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং এর রুট সম্বন্ধে আরো জানতে দেখে নিন উইকিপিডিয়ার এই পাতাটি

এই ধরনের আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/kolkata-has-the-first-underwater-metro-in-india/feed/ 0 2751
Kolkata Airport Metro Station: ৪০ বছর পর কলকাতা বিমানবন্দরে মেট্রো ঢুকছে শেষমেষ https://bn365.techiteasy.in/kolkata-airport-metro-station-starting-soon/ https://bn365.techiteasy.in/kolkata-airport-metro-station-starting-soon/?noamp=mobile#respond Fri, 17 Mar 2023 15:13:31 +0000 https://bn365.techiteasy.in/?p=2404 ১৯৮৪ তে কলকাতায় মেট্রো আসার প্রায় চার দশক বা ৪০ বছর পূর্ণ হতে চলেছে। অনেক টালবাহানার পর এবার শেষমেষ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই শীঘ্রই গড়ে উঠতে চলেছে মেট্রো স্টেশন (Kolkata Airport Metro Station)। কাজও শুরু হয়ে গেছে খুব দ্রুত গতিতে।

ভারতের সবকটি জনপ্রিয় বিমানবন্দরের কাছেই রয়েছে মেট্রো স্টেশন, কিন্তু একমাত্র কলকাতা বিমানবন্দরের কাছেই এতদিন মেট্রো স্টেশন গড়ে ওঠেনি। তবে এবার কলকাতা বিমানবন্দরের ভাগ্যে শিকে ছিঁড়েছে।

কি কি থাকছে নতুন মেট্রো স্টেশনে?

যাত্রীদের সুবিধার জন্য ঝাঁ চকচকে বিমানবন্দর স্টেশনে (Kolkata Airport Metro Station) থাকছে প্রচুর আকর্ষণ। থাকছে ৬ টি লিফট, ৬ টি হাঁটার সিঁড়ি ও ৬ টি চলমান সিঁড়ি। এছাড়াও থাকছে ২ টি সাবওয়ে, যার মধ্যে একটি দিয়ে যাওয়া যাবে যশোর রোডে এবং আরেকটি দিয়ে ওঠা যাবে মূল বিমানবন্দরে। এগুলির দৈর্ঘ্য হবে প্রায় ১৭০ মিটার। এমন সুন্দর সাবওয়ে কলকাতা মেট্রোতে এর আগে তৈরি হয়নি। সাবওয়েগুলিতে থাকছে ৩ টি বেরোনোর ও ঢোকার পথ। থাকছে ২ টি জরুরী সিঁড়িপথ, ৩ টি সিঁড়িপথ, ৪ টে লিফট এবং ৫ টি চলমান সিঁড়ি।

কলকাতা বিমানবন্দরের মেট্রো স্টেশনের কাজ চলছে / Kolkata Airport Metro Station work in progress
কলকাতা বিমানবন্দরের মেট্রো স্টেশনের কাজ চলছে / Kolkata Airport Metro Station work in progress

যাত্রী সুবিধা

এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা অবশ্যই থাকছে এই বিমানবন্দর স্টেশনে (Kolkata Airport Metro Station)। থাকছে অগ্নিসুরক্ষার ব্যবস্থা এবং পাঁচটি প্ল্যাটফর্ম। বেশ কয়েকটি টিকিট কাউন্টার। পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য থাকছে টয়লেটের সুব্যবস্থা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে থাকছে ঘোষণার ব্যবস্থা।

কোন জায়গায় হচ্ছে এই স্টেশন (Kolkata Airport Metro Station)?

বিমানবন্দর মেট্রো স্টেশনটি হতে চলেছে নোয়াপাড়া – বারাসাত মেট্রো বা হলুদ করিডোর অংশে। এটির অবস্থান অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার মধ্যেই। এবার থেকে দেশ বিদেশের বহু যাত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে এসে মেট্রো চাপতে পারবে। পুরো কলকাতা শহর পরিদর্শন করতে পারবে মেট্রোতে। এতে যেমন টাকার সাশ্রয় হবে তেমনি সময় বাঁচবে। যাত্রীদের জন্য এই যাত্রা হবে সুখকর এবং স্মৃতিময়। কলকাতার মানুষের কাছে প্রবেশদ্বার হতে চলেছে বিমানবন্দরের এই মেট্রো স্টেশনটি। কলকাতার মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে শীঘ্রই। খুব কম সময়ে ও কম খরচে পৌঁছে যেতে পারবে কলকাতায় বিভিন্ন জায়গায়।

কেমন চলছে এই মেট্রোর কাজ?

নোয়াপাড়া-বারাসাত মেট্রোর কাজ রীতিমতো জোর কদমে শুরু হয়ে গেছে। ৬.২৫ কিলোমিটার হল প্রথম পর্যায় এর প্রকল্পের দৈর্ঘ্য। এতে আছে চারটি স্টেশন। বিমানবন্দর মেট্রো স্টেশনটি হল এই লাইনের একমাত্র আন্ডারগ্রাউন্ড স্টেশন। কৌশিক মিত্র হলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। তিনি জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষ বিমানবন্দর মেট্রো স্টেশনটি নিয়ে যথেষ্ট রূপে আশাবাদী। তারা অনুমান করছে কয়েক বছরের মধ্যেই এই স্টেশনটি দিয়ে এক লক্ষের উপরে মানুষ যাতায়াত করবে।


কলকাতা মেট্রোর ৪ নং লাইন বা হলুদ লাইন (নোয়াপাড়া-বারাসাত) সম্বন্ধে আরো জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজে।

]]>
https://bn365.techiteasy.in/kolkata-airport-metro-station-starting-soon/feed/ 0 2404
Kolkata Metro: তবে কি এ বছরেই গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে ? https://bn365.techiteasy.in/kolkata-metro-underwater-journey-to-start-soon/ https://bn365.techiteasy.in/kolkata-metro-underwater-journey-to-start-soon/?noamp=mobile#respond Tue, 07 Feb 2023 09:47:15 +0000 https://bn365.techiteasy.in/?p=1643 সম্প্রতি জানা গিয়েছে এবার দুর্গাপুজোর আগেই দুটি নতুন রুটে সম্প্রসারিত হবে মেট্রো। খবরটি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Corporation)। শুধু তাই নয়, মেট্রো কর্তৃপক্ষের তরফে থেকে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ ‘সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান’ পর্যন্ত শুরু হবে সম্পূর্ণ মেট্রো পরিষেবা। অর্থাৎ, এ বছরেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। তবে জানলে অবাক হবেন, গঙ্গা অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।

কলকাতা মেট্রোর পূর্ণাঙ্গ যাত্রাপথ (নতুন) / Kolkata Metro new route (full)
কলকাতা মেট্রোর পূর্ণাঙ্গ যাত্রাপথ (নতুন) / Kolkata Metro new route (full)

শুরু হতে পারে চলতি মাসেই

নিউ গড়িয়া থেকে রাজারহাট হয়ে বিমানবন্দর কমলা রুট। প্রাথমিকভাবে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা অরেঞ্জ লাইনে শুরু করা হবে। ইতিমধ্যে ৫.৪ কিলোমিটারের ওই অংশটি পরিদর্শন করে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মৈত্র। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর চলতি মাসেই বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যেতে পারে।

কলকাতা মেট্রো (Kolkata Metro) আরও এগোবে অক্টোবরে

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে  জানা গিয়েছে যে দুর্গাপুজোর মধ্যে ‘নিউ গড়িয়া’ থেকে ‘বিমানবন্দর’ রুটের মেট্রো পরিষেবা আরও কিছুটা এগিয়ে যাবে। আগামী অক্টোবরে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রায় ৯.৮২ কিলোমিটার পথের বাণিজ্যিক পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা ধরে এগিয়ে যাওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে।

বারাসত থেকে বিমানবন্দর হয়ে নোয়াপাড়া

নোয়াপাড়া (Noapara) থকে বিমানবন্দর (Airport) হয়ে বারাসত (Barasat) লাল রুট। চলতি বছরের অক্টোবরের মধ্যে এই লাইনের একাংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭.০৪ কিমি অংশে পরিষেবা শুরু হতে পারে খুব শিগ্রই। অর্থাৎ দুর্গাপুজোর মধ্যে আরও একটি মেট্রো লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে।

জোকা থেকে বিবাদী বাগ

জোকা থেকে বিবাদী বাগ বেগুনী রুট। ইতিমধ্যে জোকা থেকে তারাতলা পর্যন্ত কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু হয়ে গিয়েছে। যা চলতি বছরের অক্টোবরের মধ্যে মাঝেরহাট পর্যন্ত পৌঁছে যাবে। তারাতলা থেকে মাঝেরহাটের দূরত্ব মাত্র ১.২৪ কিমি।

পুজোর উপহার

বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেছেন, যে এইসব রুটের যাত্রাপথ বাড়িয়ে এবং নয়া রুট চালু করে চলতি বছরেই কলকাতার মানুষকে দেওয়া হবে পুজোর উপহার।

দীর্ঘ প্রতীক্ষার অবসান

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সবুজ রুট। এ বছর ডিসেম্বরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রুটটি। ২০২৪ সালে পা রাখার আগেই ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’ শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত (৭.২৫ কিমি) অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হবেই। অর্থাৎ ভারতে প্রথমবার কোনও মেট্রো নদীর তলা দিয়ে ছুটবে। আপাতত ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’তে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা মেলে।


দেখতে পারেন কলকাতা মেট্রো ওয়েবসাইটের এই ইস্ট-ওয়েস্ট (East – West) যাত্রাপথ / Route Map

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/kolkata-metro-underwater-journey-to-start-soon/feed/ 0 1643
Picnic spot near Kolkata: পিকনিকের প্ল্যান করছেন? কলকাতার ৪টি দুর্দান্ত পিকনিক স্পটের মধ্যে একটি বেছে নিন https://bn365.techiteasy.in/best-picnic-spot-near-kolkata/ https://bn365.techiteasy.in/best-picnic-spot-near-kolkata/?noamp=mobile#respond Sun, 22 Jan 2023 20:42:42 +0000 https://bn365.techiteasy.in/?p=1186 আর শীতকাল মানেই প্রত্যেক মানুষের মধ্যে চলে ঘোরার পরিকল্পনা। তার সাথে চলে ফ্যামিলি বা বন্ধুদের সাথে পিকনিক করার প্ল্যান। করছেন নাকি কোনো পিকনিক প্ল্যান? কোথায় পিকনিক করবেন ভাবছেন? চিন্তা নেই, কলকাতার মধ্যেই ও খুব কাছেই আছে এমন চার-চারটি সেরা জায়গা (Picnic spot near Kolkata), যা পিকনিক স্পট হিসেবে দুর্দান্ত। চলুন জেনে নিন কলকাতার মধ্যে কোথায় কোথায় রয়েছে দুর্দান্ত পিকনিক স্পট।

কলকাতায় ও কলকাতার কাছের পিকনিক স্পট / Picnic spot near Kolkata
কলকাতায় ও কলকাতার কাছের পিকনিক স্পট / Picnic spot near Kolkata

শীতের পিকনিকের আমেজ

শীতকাল শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষের মনে তৈরি হয় ঘুরতে যাওয়ার আমেজ। তার সাথে চলে কাছাকাছি কোথাও পিকনিক করার প্ল্যানও। তাই আজকের এই প্রতিবেদনে কলকাতার মধ্যে থাকা এমন চারটি পিকনিক স্পটের বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। যেখান থেকে আপনি আপনার পছন্দের পিকনিক স্পট বেছে নিতে পারবেন আর দল বেঁধে চলে যাবেন পিকনিক করতে।

ডায়মন্ড হারবারের পুষ্পবন

Picnic spot near Kolkata #1 : দক্ষিণ ২৪ পরগনা অন্তর্গত ডায়মন্ড হারবারে রয়েছে এক দুর্দান্ত পিকনিক স্পট। যার নাম পুষ্পবন। এর পাশাপাশি এই পুষ্পবনের পাশেই রয়েছে দুটি কেল্লা। যা তৈরি হয়েছিল পর্তুগিজদের আমলে এবং ইংরেজদের আমলে। ফলস্বরূপ, সেখানে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। তবে সেখানেও কিছুক্ষণের জন্য পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারেন, বেশ ভালো লাগবে।

Location – > https://www.google.com/maps/place/Picnic+Spo…

সুকান্ত নগর সমিতি ভেড়ি / Sukanta Nagar Samity Bheri
সুকান্ত নগর সমিতি ভেড়ি / Sukanta Nagar Samity Bheri

সেক্টর ফাইভে সুকান্ত ভেড়ি

Picnic spot near Kolkata #2 : সল্টলেক সেক্টর ফাইভ বলতে আমরা জানি কাজের জায়গা। যেখানে রয়েছে বড় বড় অফিস ও নানা রকম দোকান। বিশেষ করে খাবারের দোকান। তবে হ্যাঁ এই কাজের জায়গাতেও রয়েছে দুর্দান্ত একটি পিকনিক স্পট। যার নাম সুকান্ত ভেড়ি বা সুকান্ত নগর সমিতি ভেড়ি। শীতকালে পিকনিকের প্ল্যান হলে সেক্টর ফাইভের সুকান্ত ভেড়ি একদম উপযুক্ত জায়গা। জলের পাশে বসে পিকনিক করার দুর্দান্ত জায়গা হলো সুকান্ত ভেড়ি। পিকনিকের পাশাপাশি এই স্পট সেলফি তোলার জন্য বেশ সুন্দর জায়গা।

Location – > https://www.google.com/maps/place/Sukanta+Nagar+Samity+Bheri…

কলকাতার ক্যাপ্টেন ভেড়ি

Picnic spot near Kolkata #3 : কলকাতায় রয়েছে আরও একটি সুন্দর ভেড়ি যার নাম ক্যাপ্টেন ভেড়ি। শীতকালে পিকনিক স্পট হিসেবে এটি ভাড়া দেওয়া হয়। ইস্টার্ন মেট্রোপলিটনে রয়েছে এই দুর্দান্ত পিকনিক স্পট। ল্যান্ডমার্ক বলতে গেলে চিংড়িঘাটা এবং মেট্রোপলিটন বাস স্টপের মধ্যবর্তী জায়গা হল এই ক্যাপ্টেন ভেড়ি। জলাভূমির পাশে বসে পিকনিক করার অসাধারণ জায়গা হল এই ক্যাপ্টেন ভেড়ি। পিকনিকের পাশাপাশি আপনি এখানে জলাভূমিতে বোটও চড়তে পারেন।

Location – > https://www.google.com/maps/place/Captain+Bherry…

টাকির বিশ্রাম বাগানবাড়ি / Taki Bisram Bagan Bari
টাকির বিশ্রাম বাগানবাড়ি / Taki Bisram Bagan Bari

টাকির বিশ্রাম বাগানবাড়ি

Picnic spot near Kolkata #4 : পিকনিক স্পট হিসেবে আরো একটি বিখ্যাত জায়গা হল টাকির বিশ্রাম বাগানবাড়ি। যেটি কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। বাগানবাড়ি মানেই আমাদের চোখে ভেসে ওঠে ছোট ছোট কটেজ, গাছপালা, বসে থাকার ছায়াহীন স্থান, চারিদিকে সবুজের ছোঁয়া। সেরকমই টাকির এই বিশ্রাম বাগানবাড়ি। ফলে পিকনিক স্পট হিসেবে এটি একটি দুর্দান্ত জায়গা। টাকি স্টেশন থেকে কিছুটা এসে ইচ্ছামত নদীর পাড়েই অবস্থিত বিশ্রাম বাগানবাড়ি। রাত্রেও থাকার ব্যবস্থাও রয়েছে এই পিকনিক স্পটে। এখানে একসাথে অনেক পিকনিক স্পটেরই ব্যবস্থা রয়েছে। তাই আর বাইরে নয়, কলকাতার মধ্যেই রয়েছে দুর্দান্ত পিকনিক স্পট। যেখানে ফ্যামিলি বা বন্ধু-বান্ধব নিয়ে শীতের আমেজে আসতে পারেন জমিয়ে পিকনিক করতে।

Location – > https://www.google.com/maps/place/Bisram+Bagan+Bari…

Booking & contact -> bisrambaganbari.com


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/best-picnic-spot-near-kolkata/feed/ 0 1186
Haunted places in Kolkata: কলকাতার সেরা ১০ টি ভৌতিক স্থান – গা ছমছম করবেই… https://bn365.techiteasy.in/top-10-haunted-places-in-kolkata-you-can-visit/ https://bn365.techiteasy.in/top-10-haunted-places-in-kolkata-you-can-visit/?noamp=mobile#respond Sat, 21 Jan 2023 21:31:26 +0000 https://bn365.techiteasy.in/?p=1174 একুশ শতকে দাঁড়িয়েও তিলোত্তমা নগরী কলকাতায় ভৌতিক স্থানের (haunted places in Kolkata) অভাব নেই। বর্তমানে আধুনিকতার পরশ লাগা দক্ষিণ কলকাতা কিংবা ইস্ট্রান মেট্রোপলিটন কলকাতায় দাঁড়িয়ে পুরনো কলকাতার আমেজ অনুভব করা না গেলেও শিয়ালদা বা মানিকতলা চত্বরের পুরোনো দিনের ভগ্ন প্রায় বাড়িগুলো যেন আজও ‘তাদের’ উপস্থিতি জানান দেয়।

কলকাতার সেরা ১০ টি ভৌতিক স্থান - Top 10 haunted places in Kolkata
কলকাতার সেরা ১০ টি ভৌতিক স্থান – Top 10 haunted places in Kolkata

কলকাতার ভৌতিক স্থান (Haunted places in Kolkata)

পুরোনো শহরের কথা কখনও বললেই অন্যান্য শহরের সাথে সাথে কলকাতার নামটাও কিন্তু মাথায় আসে। কলকাতার সাথে জড়িয়ে আছে বহু বছরের ইতিহাস। এই ইতিহাস যেন বহু কিছুর সাক্ষী হয়ে রয়েছে, কলকাতার বুকে ছড়িয়ে আছে হাড় হিম করা ভৌতিক স্থানগুলি (Haunted places in Kolkata)। প্রত্যেকটি জায়গার সাথে জড়িয়ে আছে দুর্ধর্ষ গল্প। যারা রোমহর্ষক গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল কলকাতার ১০ টি জনপ্রিয় ভৌতিক স্থানের বিস্তারিত কাহিনী।

সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি - কলকাতা / South Park Street Cemetery - Kolkata
Haunted places in Kolkata #1 : সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি – কলকাতা / South Park Street Cemetery – Kolkata

১. সাউথ পার্ক স্ট্রীট সিমেট্রি

কলকাতার এই স্ট্রীট সেমেট্রি বিখ্যাত ভৌতিক স্থান (haunted places in Kolkata) হিসেবে পরিচিত। এখানে প্রবেশ করলে শরীরের মধ্যে এক আলাদা  অনুভূতি অনুভব করা যায়। এই কবরস্থানে ব্রিটিশ বহু সৈন্যকে কবর দেওয়া হয়েছিল। এখনো তাদের উপস্থিতির কথা টের পাওয়া যায়। কোনদিনও কারোর কোনো ক্ষতির কথা শোনা যায়নি এখানে। একদিন একটি দুর্ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটে যায় এই কবরস্থানে। একদিন এখানে কিছু ছেলে মেয়ে এসেছিল ছবি তোলার জন্য। সেই ছবির মধ্যে একটি ছায়ামূর্তির উপস্থিতি লক্ষ্য করা যায়।পরে যে ছেলেটি ছবি তুলেছিল তার শ্বাসকষ্ট জনিতভাবে মৃত্যু হয়েছে। শোনা গেছে তার নাকি কোন রকম শ্বাসকষ্টের সমস্যা ছিল না।

ভারতের জাতীয় গ্রন্থাগার - কলকাতা / The National Library of India - Kolkata
Haunted places in Kolkata #2 : ভারতের জাতীয় গ্রন্থাগার – কলকাতা / The National Library of India – Kolkata

২. দ্য ন্যাশনাল লাইব্রেরী

দ্য ন্যাশনাল লাইব্রেরী তৈরি হয় ১৮৩৬ সালে। বিভিন্ন রকম বইয়ের সম্ভারের সাথে সাথে পেয়ে যাবেন ভৌতিক স্থানের (haunted places in Kolkata) অভিজ্ঞতা। এখানের নিরাপত্তা রক্ষীদের বক্তব্য, প্রায়ই নাকি তারা এক মহিলার গলার আওয়াজ শুনতে পান। অনুমান করা হচ্ছে তিনি লর্ড মেটকাফের স্ত্রী যিনি এখনো এখানে ঘুরে বেড়ান। শোনা গেছে, তিনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা ছিলেন। তাই এখনো যদি কেউ লাইব্রেরীর বই পড়ে সঠিক জায়গায় না রাখে তার উপস্থিতি অনুভব করা যায়। পরবর্তীকালে ২০১০ সালে যখন এই লাইব্রেরী নতুন করে সংস্কার করা হয় তখন দশজন খুব মর্মান্তিকভাবে মারা গিয়েছিল। কেউ কেউ অনুভব করেছেন তাদের আত্মার উপস্থিতি।

রাইটার্স বিল্ডিং - কলকাতা / Writers' Building - Kolkata
Haunted places in Kolkata #3 : রাইটার্স বিল্ডিং – কলকাতা / Writers’ Building – Kolkata

৩. রাইটার্স বিল্ডিং

রাইটার্স বিল্ডিং ও হন্টেড প্লেস এর তালিকায় জনপ্রিয়। ১৭৭৭ সালে ব্রিটিশ আমলে এই রাইটার্স বিল্ডিংটি স্থাপনা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এটি লেখকদের দপ্তর হিসেবে পরিচিত ছিল। বিপ্লবী সংগ্রামী বিনয় বাদল ও দীনেশ  তৎকালীন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কর্নেল সিম্পসনকে এখানে গুলিবিদ্ধ করেন। বিভিন্ন অদ্ভুত ঘটনার সাক্ষী এই রাইটার্স বিল্ডিংটি। কখনো বা পায়ের শব্দ, হাসির শব্দ ও অদ্ভুত শব্দ এর আভাস পাওয়া যায় এই রাইটার্স বিল্ডিং থেকে। অন্ধকার নেমে এলে রাইটার্স বিল্ডিং এর কর্মীরা এখানে থাকতে চান না। কর্নেল সিংহাম কে যে স্থানে হত্যা করা হয়েছিল সেটি এখন পরিত্যক্ত হিসেবে পড়ে আছে।

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন - কলকাতা / Rabindra Sarobar Metro Station - Kolkata
Haunted places in Kolkata #4 : রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন – কলকাতা / Rabindra Sarobar Metro Station – Kolkata

৪. রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

নামটি শুনে হয়তো ভাবছেন মেট্রো স্টেশনে আবার ভূত আসবে কোথা থেকে? স্টেশন থেকে অনেকবারই হয়তো বাড়ি ফিরেছেন। কিন্তু কারোর সাহস হয় না একেবারে শেষ মেট্রোটিতে করে রাত্রিবেলা বাড়ি ফেরার। যারা শেষ মেট্রো করে এই স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই ভূতের দর্শন পেয়েছেন। ছায়া মূর্তির সাথে সাথে প্রায় নানারকম চিৎকারের শব্দ শোনা যায়। এই মেট্রো স্টেশনে বহু মানুষ আত্মহত্যা করেছেন, তাই এখনো তাদের অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করা যায়। যদি ভূত দর্শনে আগ্রহী থাকেন তাহলে শেষ মেট্রোটির যাত্রী হয়ে দেখতে পারেন।


Haunted places in Kolkata #5 : হেস্টিংস হাউস – কলকাতা / Hastings house – Kolkata

৫. হেস্টিংস হাউস

বাংলার প্রথম গভর্নর ওয়ারেন্ট হেস্টিংস এর নাম সবারই জানা। ইতিহাসের পাতা উল্টালে তার নাম লক্ষ্য করা যায়। তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন তার নিজস্ব বসবাসের জন্য। বর্তমানে এটি একটি সুপরিচিত মহিলা কলেজ। কলেজের ছাত্রীরা তাই নাকি একজন ঘোড়সওয়ার লোককে দেখতে পায়। তাকে দেখে মনে হয় তিনি যেন কিছু খুঁজে বেড়াচ্ছেন। ওয়ারেন হেস্টিংস এর শেষ জীবন নাকি খুবই কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল। তাই আজও তিনি হেস্টিংস হাউসে ফিরে আসেন আত্মার শান্তির জন্য। অনেকেই বলেছেন যে, যখন কলেজটি রাত্রিবেলা সম্পূর্ণ ফাঁকা থাকে প্রায়ই কোন ছোট বাচ্চার খিলখিল হাসির আওয়াজ ও ফুটবলের আওয়াজ পাওয়া যায়।

উইপ্রো অফিস - কলকাতা / Wipro Office - Kolkata
Haunted places in Kolkata #6 : উইপ্রো অফিস – কলকাতা / Wipro Office – Kolkata

৬. উইপ্রো অফিস

ভারতের বিভিন্ন অফিসের মধ্যে কলকাতার উইপ্রো অফিসটি হল এমন একটি অফিস যেখানে একটি বিশেষ স্থানে কর্মচারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে। উইপ্রো অফিসের টাওয়ার থ্রির তৃতীয় তলাতে যাবার নিষেধাজ্ঞা রয়েছে। মনে করা হয়েছে যে জায়গাটিতে এই অফিস সেখানে একটি কবরস্থান ছিল এবং এখানে বহু ধর্ষণ ও খুন হয়েছে। কোম্পানির কর্মচারীরা এখানে প্রায় অসুস্থ আত্মার উপস্থিতি অনুভব করেছেন। দরজা বন্ধ ও খোলার আওয়াজ পাওয়া যায়,এছাড়া অফিসের ওয়াসরুমে অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করা গেছে প্রায়ই। হয়তো কিছু বলার জন্যই তারা প্রায় প্রায় তাদের উপস্থিতির কথা মানুষকে জানান দেয়।


Haunted places in Kolkata #7 : পুতুলবাড়ি – কলকাতা / Putul Bari – Kolkata

৭. পুতুলবাড়ি

হুগলি নদীর তীরে অবস্থিত এই পুতুলবাড়ি হল আরেকটি ভৌতিক স্থান (haunted places in Kolkata) কলকাতার মধ্যে।রাত্রিবেলা অন্ধকারে যদি এই বাড়িটির উপরে নজর পড়ে সত্যিই শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। এখন পুতুলবাড়ি পরিত্যক্ত গুদামের মত দেখতে। কোন একসময় এই বাড়িটি ছিল ধনী বাবুদের বিলাসিতা জায়গা। নানা ধরনের পুতুলের সম্ভারের সাথে সাথে জড়িয়ে আছে বিভিন্ন অলৌকিক কাহিনী। বহু নারীর উপর এই বাড়িতে হতো শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন। আর প্রতিবাদ করলেই কপালে জুটতো মার, এমনকি তাদের হত্যা পর্যন্ত করা হতো। রাতের অন্ধকারে যখন সেই নারীদের হাতের চুরি ও পায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায় বুঝে নিতে হবে সেটি হল তাদের প্রতিবাদের ভাষা।

রয়েল ক্যালকাটা টার্ফ ক্লাব - কলকাতা / Royal Calcutta Turf Club - Kolkata
Haunted places in Kolkata #8 : রয়েল ক্যালকাটা টার্ফ ক্লাব – কলকাতা / Royal Calcutta Turf Club – Kolkata

৮. রয়েল ক্যালকাটা টার্ফ ক্লাব

জর্জ উইলিয়াম নামক এক ব্যক্তি ৩০ দশকের মাঝামাঝি সময়ে প্রায় ঘোড়ায় টাকা লাগাতেন এবং তার প্রিয় করা পার্ল তাকে প্রায়ই সেই রেসে জিতিয়ে দিত। তাই জন্য পার্ল “দ্যা কুইন অফ দ্যা ট্রাক্স” নামে পরিচিত ছিল। উইলিয়ামের সেই পার্ল অ্যানুয়াল ক্যালকাটা ডার্বিতে শেষবারের মতো অংশগ্রহণ নিয়েছিল এবং বার্ধক্য জনিত বা শারীরিক কারণবশত সেই প্রতিযোগিতায় সে বিজয়ী হতে পারেনি। ফলে উইলিয়ামের প্রচুর টাকা-পয়সা নষ্ট হয়েছিল। পরের দিন পার্ল এর মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় রেললাইনের ট্র্যাক থেকে উদ্ধার করা হয়।

অতীতে বার্ধক্য জনিত কারণে অসুস্থ ঘোড়াকে কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য গুলিবিদ্ধ করার রীতি ছিল। আজও অনেকে রাতের দিকে বিশেষ করে শনিবারে টার্ফ এর ট্র্যাক এ একটি সাদা ঘোড়াকে ছুটে চলতে দেখে।

হাওড়া ব্রিজ (কলকাতা থেকে দেখা) / Howrah Bridge (view from Kolkata)
Haunted places in Kolkata #9 : হাওড়া ব্রিজ (কলকাতা থেকে দেখা) / Howrah Bridge (view from Kolkata)

৯. হাওড়া ব্রিজ

হাওড়া ব্রিজ কলকাতা শহরের একটি জনপ্রিয় স্থাপত্য শিল্প। হাওড়া ব্রিজ দেখেই মানুষ কলকাতা শহরের প্রেমে পড়ে যায়। ১৯৪৩ সালের অপূর্ব সুন্দর ব্রীজটি তৈরি করা হয়েছিল। কিন্তু এই সুন্দর এর পাশাপাশি লেগে গেছে হন্টেড প্লেস এর তকমাটিও। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি, ট্যাক্সি ও বাস চলে। অনেক মানুষ এই ব্রিজের উপর থেকে ঝাপ দিয়ে নিজের জীবন থেকে মুক্তি পেয়েছেন।কিন্তু মুক্তি তাদের হয়নি।

এখনো ভোর বেলা হুগলী নদীর ঘাটে যেসব কুস্তিগিররা অনুশীলন করতে আসেন তারা প্রায়ই নদীতে কারো সাহায্যের হাত দেখতে পান। আর যারা সাহায্য করবার জন্য এগিয়ে গেছেন তাদের মরদেহ পরে খুঁজে পাওয়া গেছে। তবে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। অনেক আবার বলেন সাদা শাড়ি পরিহিত একটি মহিলাকে ব্রীজের উপর দিয়ে হেটে যেতে দেখা গেছে। অদ্ভুত স্বর করে ডাকতেও শোনা গেছে তাকে।

খিদিরপুর ডক - কলকাতা / Khidirpur dock - Kolkata
Haunted places in Kolkata #10 : খিদিরপুর ডক – কলকাতা / Khidirpur dock – Kolkata

১০. কলকাতা ডক

কলকাতা ডক বা খিদিরপুর ডকটি নির্মাণ করেছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করার সময় ব্রিটিশরা তাকে ফেলে দিয়েছিল। বর্তমানে এই জায়গাটিতে কলকাতার জনপ্রিয় কিছু ক্যাফে রয়েছে। এই জায়গাটি নিয়ে অনেক ভীতিকর গল্প আছে। শোনা যায় ব্যবসায়ী এবং নাবিকরা এই ডক এলাকায় মাঝে মাঝেই নবাবের ছায়া মূর্তি ঘুরে বেড়াতে দেখেছেন। গুজব আছে যে, নবাব তার প্রতি বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশদের উপর প্রতিশোধ নেওয়ার নিতে এখনও ঘুরে বেড়ান। তবে এখন সেখানে না ব্রিটিশ আছে, না নবাব আছে। শুধু সাধারণ মানুষকে রক্ত ​​ঠাণ্ডা করার জন্য শুধু ডকের কর্মীরাই আছেন!

তবে আলোর রোশনাই ও উঁচু উঁচু বিল্ডিং এর ভিড়ে তাদের অস্তিত্ব হয়তো আজ সংকটে। তবুও তারা মাঝে মাঝে তাদের উপস্থিতি জানান দিয়ে যায় এই প্রাণের শহর কলকাতার বুকে। বিজ্ঞান আত্মাকে না মানলেও এর অস্তিত্বকে একেবারে অস্বীকার করতে পারেনি। শক্তি কিন্তু অবিনশ্বর। শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। তাহলে মানুষের মৃত্যুর পরে তার আত্মা কোথায় যায়? এই প্রশ্নের সঠিক উত্তর আজও কেউ দিতে পারেননি।


কলকাতার সেরা ১০ টি ভৌতিক স্থানের (top 10 haunted places in Kolkata) মধ্যে কয়েকটি ঐতিহাসিক স্থান সম্বন্ধে পড়তে দেখুন ->

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/top-10-haunted-places-in-kolkata-you-can-visit/feed/ 0 1174
কম খরচে পিকনিক? কলকাতার কাছেই আছে ছয়টি চমৎকার পিকনিক স্পট https://bn365.techiteasy.in/6-picnic-spots-near-kolkata/ https://bn365.techiteasy.in/6-picnic-spots-near-kolkata/?noamp=mobile#respond Wed, 14 Dec 2022 19:59:12 +0000 https://bn365.techiteasy.in/?p=454 একঘেয়েমি জীবন থেকে সবাই চায় একটু ছুটি নিতে। পিকনিক হোক বা ভ্রমণ, একদিনের হোক কিংবা ১০ দিনের, বাঙালি সব সময়ই চায় অজানা জায়গায় বা চেনা জায়গায় ঘুরে বেড়াতে। ভ্রমণপিপাসু বাঙালির কাছে শীতকাল মানে পিকনিকের মরসুম। রান্নাবান্না করে টিফিন বক্সে নিয়ে গিয়ে হোক কিংবা পিকনিক স্পটে গিয়ে কোমরে গামছা বেঁধে রান্না করেই হোক, বাঙালি সবেতেই রাজি।

বাঙালি বেশিদিন এক জায়গায় বদ্ধ হয়ে থাকতে পারে না, তাও যদি হয় শীতকাল তবে তো কথাই নেই। একদিনের জন্য মন খুলে নিশ্বাস নিতে ঘুরে আসতে পারেন কলকাতার কাছাকাছি এই ছয়টি পিকনিক স্পটে।

Kolkata Science City - Great for one day trip / picnic
পিকনিক

গোলপাতার জঙ্গল (Golpata Jungle)

শীতকালে সুন্দরবন ভ্রমণ একটি অতি উত্তম প্রস্তাব। তবে যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চান, তাহলে চলে যেতে পারেন গোলপাতার জঙ্গলে। কথা দিতে পারি একেবারে সুন্দরবনের আমেজই আপনি পাবেন। প্রথমে শিয়ালদহ থেকে ট্রেনে করে পৌঁছে যাবেন টাকি রোড স্টেশন। সেখান থেকে আপনি অটো কিংবা রিক্সা করে পৌঁছে যেতে পারেন এই গোল পাতার জঙ্গলে।

চন্দ্রকেতুগড় (Chandraketugarh)

চন্দ্রকেতুগড় একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। ২৫০০ বছর আগে চন্দ্রকেতু সাম্রাজ্যের কিছু ধ্বংসাবশেষ এখনো রয়েছে। চেষ্টা করা হয়েছে সেটুকু সংরক্ষণ করে রাখার। পর্যটকদের কাছে অল্প সময়ে ভ্রমণের জন্য চন্দ্রকেতুকর একটি আদর্শ স্থান। বারাসাত থেকে দেগঙ্গা পৌঁছে গেল আপনি খুব সহজেই চন্দ্রকেতুগড় এর হদিশ পেয়ে যাবেন।

আছিপুর (Achhipur)

আপনি কি চাইনিজ নিয়ম-কানুন রীতিনীতি ও খাবারদাবারের প্রতি আগ্রহী? তাহলে ঘুরে আসতে পারেন আছিপুর নামক জায়গাটিতে। এটি একটি বিশাল বড় কলোনি। এর ভেতরে আছে নানা রকমের মন্দির। তাই একদিনের ভ্রমণের জন্য আছিপুর যথেষ্টই সুন্দর একটি স্থান। বজবজ থেকে অটো ধরে আপনি পৌঁছে যেতে পারেন আছিপুর এ।

কলকাতা সর্প উদ্যান (Calcutta Snake Park) – একটি জনপ্রিয় পিকনিক স্পট

কলকাতার কাছাকাছি একদিনের ঘোরার জন্য কলকাতা সর্প উদ্যান খুব ভাল একটি জায়গা।নামটি শুনলেই নানারকম সাপের কথা মাথায় চলে আসে। তবে গিয়ে দেখবেন এখানে বহু রকম সরীসৃপ প্রাণী রয়েছে। কোবরা থেকে শুরু করে পাইথন, কুমির কিংবা গোসাপ সবই আপনি একই স্থানে দেখতে পাবেন। শিয়ালদা থেকে ট্রেনে করে প্রথমে মধ্যমগ্রাম তারপরে সেখান থেকে অটো করেই আপনি পৌঁছে যেতে পারবেন এই উদ্যানটিতে।

পিয়ালী আইল্যান্ড (Piyali Island)

পিয়ালী ও মাতলা নদীর মাঝ বরাবর এই দ্বীপটি এখন পর্যটকদের কাছে একটি প্রিয় স্থান। শীতকালে এই দ্বীপের প্রধান আকর্ষণ হল পরিযায়ী পাখিরা। নানা রকম পাখিদের আগমন এই স্থানটিকে আরো মনোরম করে তোলে। বহু পর্যটকদেরই আনাগোনা দেখা যায় এখন পিয়ালী আইল্যান্ডে। যদি আপনার মন চায় এখানে পৌঁছানোর তাহলে প্রথমে আপনাকে ক্যানিংয়ে যেতে হবে এবং সেখান থেকে হিরোডাঙ্গা হয়ে আপনি পৌঁছে যেতে পারেন এই আইল্যান্ড টিতে।

চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি (Chintamanikar Bird Sanctuary)

যদি আপনি পক্ষীপ্রেমী হন তাহলে এই স্থানটি আপনার পক্ষে একটি আদর্শ ঘুরতে যাবার স্থান। নানা রকমের দেশ বিদেশের পাখি আপনি দেখতে পাবেন এই চিন্তামনিকর বার্ড স্যাংচুয়ারীতে। এখানে যেতে গেলে আপনাকে দক্ষিণ ২৪ পরগনার রামকৃষ্ণ মিশনের কাছে রথতলা বাস স্টপ থেকে হাঁটা পথে ১৫০ মিটার দূরত্ব অবধি আসতে হবে। সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই স্যাংচুয়ারিটি খোলা থাকে পর্যটকদের জন্য। প্রবেশ মূল্য শুধুমাত্র ১২০ টাকা।

তাহলে অল্প খরচায় অল্প সময়ে আপনারা চাইলে ঘুরেই আসতে পারেন কলকাতার কাছাকাছি এই আকর্ষণীয় স্থানগুলিতে। একঘেয়েমি জীবন থেকে একদিনের জন্য একটু বিশ্রাম নিতে পরিবারের সাথে চলে যেতে পারেন এই পিকনিক স্পটগুলোতে।

এরকম বিস্তারিত আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন Bengali News 365

]]>
https://bn365.techiteasy.in/6-picnic-spots-near-kolkata/feed/ 0 454