Today’s Temperature: রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, কবে ফিরবে শীত? জেনে নিন আবহাওয়ার হাল-হকিকৎ

Today’s Temperature: রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, কবে ফিরবে শীত? জেনে নিন আবহাওয়ার হাল-হকিকৎ

শীত কি তাহলে বিদায় নিল? বাঙালির মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন? এ বছর তো শেষ, বছরের শেষ সপ্তাহ চলছে, তাপমাত্রা (Temperature) নামার কোনো নামই নেই। বড়দিনও পেরিয়ে গেল। কিন্তু দেখে মনে হচ্ছে যেন পৌষ মাসের ঘাড়ে চৈত্র মাস ভর করেছে। গত দুদিনে তাপমাত্রা তো কোন অবনমন ঘটেইনি বরং তা বেশ খানিকটা উর্ধ্বমুখী। মঙ্গলবারের তাপমাত্রার ঊর্ধ্বগমন গতকাল সোমবারের থেকেও অনেকটাই বেশি। কলকাতার আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি সেলসিয়াসরেও বেশি।

Temperature of Kolkata
কলকাতার আবহাওয়া

দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature)

অপরপক্ষে দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকবে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আকাশ মোটামুটি মেঘলাই থাকবে দিনভর। দৃশ্যমানতা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকবে। গত কয়েক দিনের মতো এদিনও সকালে ব্যাপক কুয়াশা পড়ে যার ফলে শহরের বুকে গণপরিবহনের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হয়।

কবে ফিরবে শীত

আলিপুর আবহাওয়া দপ্তর দ্বারা আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, এ বছর বড়দিনে বেশ উষ্ণ আবহাওয়া থাকবে। তাছাড়া বড়দিনের দু-একদিন পর পর্যন্ত এই রূপ তাপমাত্রা (Temperature) -র ঊর্ধ্বগমন বজায় থাকবে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে রাজ্যে বুধবার পর্যন্ত এই রূপ আবহাওয়া পরিলক্ষিত হবে। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা (Temperature) -র পারদ নিচে নামতে শুরু করবে। অর্থাৎ বছরের শেষ তিনটি রাতে সামান্য শীত অনুভূত করা যাবে।

অপেক্ষার আরো একটি সপ্তাহ

আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে বৃহস্পতি, শুক্র এবং শনিবার অল্প অল্প করে তাপমাত্রা (Temperature) কমতে থাকবে। তবে বছরের শেষ দিনে এসেও তাপমাত্রা বর্তমান সময়ের স্বাভাবিক তাপমাত্রা (Temperature) নিচে নামবে না। অর্থাৎ বছরের শেষ রাতেও তাপমাত্রা সেই ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তাই বাঙালিকে হাড় কাঁপানো শীতের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৃষ্টির পূর্বাভাস

তাপমাত্রা (Temperature) -র ঊর্ধ্বগমনের সাথে সাথে রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জেলায় জেলায় হালকা-ঝিরঝিরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এর মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গ বা কলকাতার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের ফলে আকাশ সারাদিনই আংশিক মেঘলা থাকবে।

কুয়াশার সতর্কতা

পশ্চিম ভারতের অবস্থিত পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গের তাপমাত্রা (Temperature) -র এই চড়াই-উৎরাই দেখা যাচ্ছে। আকাশে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রার এই ঊর্ধ্বগমন। রাজ্য জুড়ে তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে কুয়াশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেলেও উত্তরবঙ্গে ভারি কুয়াশার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও রাতে প্রচুর পরিমাণে শিশির পড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা রাজ্যজুড়ে কুয়াশা বজায় থাকবে।

প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *