Todays Temperature: রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বড়দিন কাটলো বসন্তের আবহে

Todays Temperature: রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বড়দিন কাটলো বসন্তের আবহে

গোটা রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার (Temperature) পারদ বছর শেষ হতে চলল কিন্তু দেখা নেই ঠান্ডার। উল্টে ঠান্ডা পড়ার জায়গায় পড়েছে বেজায় কুয়াশা। আজ সকাল থেকেই ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে কলকাতা, শহরতলী এবং অন্যান্য জেলাগুলি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ৭২ ঘন্টায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। সেই সাথে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে।

Todays Temperature - আজকের  আবহাওয়া
Todays Weather – আজকের আবহাওয়া

দিনের তাপমাত্রা (Temperature)

আজ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে তাপমাত্রা এর থেকে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। আকাশ পরিস্কার থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্প থাকবে ৯৭ থেকে ৪১ শতাংশের মধ্যে।

অস্বস্তিকর আবহাওয়া

দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও ঘন কুয়াশা দাপট দেখা যাবে তবে সকালের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার হয়ে ঝলমলে রোদ্দুর উঠবে আর রোদ্দুর ওঠার সাথে সাথেই গায়ে উবে যাবে শীতের আমেজ। দিনের বেলায় তাপমাত্রা (Temperature) বেড়ে যাওয়ার রীতিমতো ঘাম দিচ্ছে গরমকালের মত।

বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। তবে সেখানে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই রকম ভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

প্রচুর কুয়াশা এবং শিশির পড়বে

আজ সোমবারের মতো মঙ্গলবারেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আকাশ মেঘলা থাকবে এবং সেই কারণে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে রাতের বেলায় প্রচুর কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের অবস্থান

আপাতত বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। এটি ক্রমশ শ্রীলংকা এবং কোমারিন এলাকার দিকে অগ্রসর হয়ে আরব সাগরের দিকে এগিয়ে যাবে। তা তাছাড়াও উত্তর-পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিম ঝঞ্ঝার জন্য একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে।

বাকি দেশের অবস্থা

পশ্চিমবঙ্গের পাশাপাশি কুয়াশা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও। তবে সেখানে কুয়াশার পাশাপাশে প্রবল শৈত্য প্রবাহেরও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে আগামী তিন চার দিন পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লির কিছু অংশে প্রবল কুয়াশা পড়তে পারে। এছাড়া মাঝারি আকারের কুয়াশার প্রকোপ যেতে পারে হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, আসাম এবং ত্রিপুরা ও উত্তরপ্রদেশ রাজস্থানের কিছু এলাকা।

এরকম আরো আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *