যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্যে শীঘ্রই শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের অধীনে ক্লার্ক ও গ্রুপ সি শূণ্য পদে কর্মী নিয়োগ। সরকারের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এ ক্লার্ক, স্টোর কিপার, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ ও ফরেস্ট গার্ডসহ বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের নাগরিক হলেই আবেদন করা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: Multi Tasking Staff (MTS)
মোট শূণ্য পদ- ২২ টি।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
পদের নাম: Lower Division Clerk/ Forest Guard/ Driver
মোট শূণ্য পদ- ১১ টি। (Lower Division Clerk-5, Forest Gaurd-2, Drive-4)
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
পদের নাম: Steno Grade-II
মোট শূণ্য পদ- ১ টি।
বেতন- পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
পদের নাম: Store Keeper
মোট শূণ্য পদ– ২ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- উভয় প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম: Technician (Lab Research/ Field)
মোট শূণ্য পদ- ২৩ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম: Technician (Maintenance)
মোট শূণ্য পদ- ৬ টি।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম: Technical Assistant (Para Medical)
মোট শূণ্য পদ- ৭ টি।
বেতন- পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করার পদ্ধতি:
যেসব প্রার্থীরা এই শুন্য পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক, তারা এই কেন্দ্রীয় সরকারি চাকরির জন্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় ইচ্ছুক পদপ্রার্থীর বৈধ ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মোবাইল নাম্বার সহ সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন করার শুরু ও শেষ তারিখ:
২০ শে ডিসেম্বর, ২০২২ থেকে ১৯ শে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।
নিয়োগ করার পদ্ধতি:
প্রার্থীদের Computer Based Exams -(Stage-I), Descriptive Paper-(Stage-II) and Skill/Trade Test (Stage-III) -এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরির নোটিশ পড়ুন -> https://fri.icfre.gov.in/wp-content/uploads/2022/12/Short-Advertisement-notice.pdf
এই রকম আরো সরকারি চাকরির খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।