Shani’s wrath: দুর্ভাগ্যের শিকার? শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন কিভাবে?

Shani’s wrath: দুর্ভাগ্যের শিকার? শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন কিভাবে?

এই প্রতিবেদনে আমরা জেনে নেবো শনিদেবের রোষ (Shani’s wrath) থেকে মুক্তি পাবার উপায়।

অনেকের জীবনে এমন ঘটনা ঘটে যখন সঞ্চয় থেকে ব্যয়ের পরিমাণ অনেকাংশ বৃদ্ধি পায়। হঠাৎ করেই বেড়ে যায় পারিবারের খরচ। যখনই এমন ঘটনা ঘটবে ধরে নিতে হবে শনি মহাদেব রুষ্ট হয়েছেন এবং শনির সাড়ে সাতির প্রভাব প্রকটভাবে দৃশ্যমান। কর্মের দেবতা শনিদেব কর্ম অনুসারে মানুষকে ফল প্রদান করে থাকেন।

শনির সাড়ে সাতির প্রভাব

ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিমহাদেব জাতককে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। শনিদেবের প্রভাবে মানুষ যেমন সমৃদ্ধশালী হতে পারে তেমনি তার কর্মের জন্য নেমে আসতে পারে জীবনে বিপর্যয়। শনিদেবের ক্রোধের কারণে ব্যক্তির জীবনে ব্যয় বৃদ্ধি পায়। রাশির জাতক জাতিকারা শনির ধাইয়া, শনির সাড়ে সাতি এবং শনির মহাদশায় খুব খারাপ সময় কাটায়। খারাপ কাজের ফল দেন শনিদেব।

শনিদেবের রোষ (Shani Dev's wrath) থেকে বাঁচতে চাইলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম
শনিদেবের রোষ (Shani Dev’s wrath) থেকে বাঁচতে চাইলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম

শনিদেবের রোষ থেকে মুক্তি পাবার উপায় কি?

যদি আপনি শনিদেবের রোষ থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম। নিজেকে খারাপ কাজ করা থেকে বিরত রাখতে হবে তাহলে আপনি শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন। কখনই ব্যক্তি স্বার্থের মত খারাপ কাজ, অন্য মহিলাদের প্রতি কুনজর রাখা, মদ্যপান এবং গরীবদের উত্যক্ত করা, পশু হত্যার মতো ঘৃণ্য কাজ করা উচিত নয়। শনি দেবের এই মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন।


পড়ুন:

—> ২০২৩ সালে এই তিন রাশির উপর প্রভাব শনির সাড়ে সাতি দশার

—> মানুষের জীবনে শনির ‘মহাদশা’ শুধু ক্ষতি করে না; রাজসুখের অধিকারী হয় অনেকেই

—> ৩০ বছর পর শনিদেব অস্ত যাচ্ছেন। কোন কোন রাশির জাতকেরা লাভবান হবেন?

—> ২০২৩ সালে শনির কুদৃষ্টি পড়তে চলেছে কোন কোন রাশির ওপর?

—> ২০২৩ এর বিস্তারিত বার্ষিক রাশিফল

শনিদেব সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি

শনি দেব (Shani Dev) ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য, রাশিফল (Rashifal / Horoscope) জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর রাশিফল পাতায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *