সম্প্রতি পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার (West Bengal Judicial Service Exam) মাধ্যমে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কিভাবে এই শূন্য পদে আবেদন করতে হবে? আর কারাই বা আবেদন করতে পারবেন? সেই সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদ:
সিভিল জাজ জুনিয়র ডিভিশন
West Bengal Judicial Service Exam এর জন্যে আবেদন করার পদ্ধতি:
১) রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ( www.wbpsc.gov.in) থেকে কেবলমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।
২) ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। আর তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন করার পর আবেদনপত্র পূরণ করার জন্য লগইন করতে হবে। আর তারপর সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন পত্রটিকে ফিল আপ করে দিতে হবে।
৪) সবশেষে আবেদন ফি জমা দিতে হবে। এবং তার পর আবেদন পত্রটিকে সাবমিট করে দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
১) রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত যে কোন ইউনিভার্সিটি অথবা যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ল’ পাস করতে হবে।
২) দেশের যেকোনো কেন্দ্রশাসিত অথবা রাজ্য শাসিত অঞ্চলের বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে নিজের নাম নথিভুক্ত করা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি:
পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার (West Bengal Judicial Service Exam) মাধ্যমে এই পদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পরীক্ষাগুলি হল প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট।
আবেদন ফি:
আবেদন করার জন্য আবেদনকারীকে ২১০ টাকা ফি হিসেবে জমা করতে হবে। তবে তিনি যদি এসসি, এসটি অথবা পিডব্লিউডি শ্রেণীভুক্ত হন তাহলে তার কোনরকম ফি জমা দেবার দরকার নেই।
আবেদন করার তারিখ:
এই পদের জন্য অনলাইন মাধ্যমে আবেদন শুরু হচ্ছে ১০.০১.২০২৩। আর আবেদন করার শেষ তারিখ হল ৩১.০১.২০২৩।
বয়সসীমা:
এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩৫ বছরের মধ্যে । আর বয়সের হিসাব করতে হবে ৩০ ডিসেম্বর ২০২২ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে ৫ এবং ৩ বছরের ছাড় পাবেন।
বেতন:
মাসিক বেতন ২৭ হাজার ৭০০ টাকা থেকে ৪৪ হাজার ৭৭০ টাকা পর্যন্ত।
মোট শূন্য পদ:
এই বিভাগের মোট শূন্যপদ ২৯ টি।
তাহলে আর দেরি কিসের? আপনি যদি উপযুক্ত প্রার্থী হয়ে থাকেন এই চাকরির জন্য তাহলে অতি সত্বর আবেদন করে ফেলুন।
এরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।