Today’s Temperature: গতকালের তুলনায় পারদ নামল বেশ খানিকটা, তবে বর্ষশেষের রাতে থাকবে কি এই আমেজ?

Today’s Temperature: গতকালের তুলনায় পারদ নামল বেশ খানিকটা, তবে বর্ষশেষের রাতে থাকবে কি এই আমেজ?

২০২২ শেষের পথে, আর মাত্র দুই এক দিন বাকি আছে এই বছরকে বিদায় জানানোর। কিন্তু বছরের শেষে এসেও তাপমাত্রা (Temperature) নামার তেমন কোনো ইঙ্গিত পাওয়া গেলো না। যদিও গত দু-তিন দিনের থেকে আজ উষ্ণতা বেশ খানিকটা কম। তবুও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই আছে।

তাপমাত্রা না নামার ফলে চেনা শীত উধাও - Familiar winter has disappeared as the temperature is not dropping
তাপমাত্রা না নামার ফলে চেনা শীত উধাও – Familiar winter has disappeared as the temperature is not dropping

আজকের আবহাওয়া (Temperature)

দিনের সর্বোচ্চ তাপমাত্রা(Temperature) থাকবে, ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ শতাংশ।

কলকাতা অঞ্চলের আবহাওয়া

গত দু-তিনদিন ধরে বেশ গরম পড়ার পর কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের তাপমাত্রা (Temperature) হঠাৎই অনেকটাই নেমে আসে। গতকালের তুলনায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা অঞ্চলের আবহাওয়া ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের ঘোরাঘুরি করবে। তবে ৩১ তারিখ রাত থেকে ফের উষ্ণতা সামান্য বৃদ্ধি পাবে। অর্থাৎ নতুন বছরের প্রথম দুই এক দিন সেই ভাবে শীতের আমেজ পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণ বঙ্গ মোটামুটি শুষ্কই থাকবে। তবে জেলায় জেলার কিছু অঞ্চলে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আকাশ আজ সারাদিন ঝলমলে থাকবে এবং ৩১ তারিখ থেকে আবারো তাপমাত্রা বাড়তে শুরু করবে।

উত্তর বঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তন আসবে না। গত কালের থেকে আজ তাপমাত্রা (Temperature) খানিকটা অবনমন হলেও আগামী ৩১ তারিখ থেকে তাপমাত্রা আবারও উর্ধ্বগামী হবে। মূলত বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণবাতের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার আকাশে। দার্জিলিং এবং কালিম্পং এ আজ এবং কাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি বাকি উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বভাস দেওয়া হয়েছে।

আগামী কালের পূর্বাভাস

আজকের মত আগামীকালও গোটা বাংলা জুড়ে একই আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) -র বিরাট কোন পরিবর্তন ঘটবে না। আপাতত যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী ৩০ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে ৩১ তারিখ থেকে উষ্ণতা বাড়তে শুরু করে ত ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসয়াসে গিয়ে পৌঁছাবে।

এই রকম আরো আবহাওয়ার খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *